৪ ফাল্গুন
৪ ফাল্গুন বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের ৪র্থ এবং বছরের ৩০৯তম দিন। বছর শেষ হতে ৫৬ দিন (অধিবর্ষে ৫৭ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৮৩৮ইং - হেনরি অ্যাডাম্স, একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
- ১৯২৬ইং - শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।
- ১৯৪৮ইং - নীলুফার ইয়াসমীন, বাংলাদেশী কণ্ঠশিল্পী।
- ১৯৫৯ইং - জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।
- ১৯৮৮ইং - ডেনিলসন পেরেইরা নেভেস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৩৬ইং - রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
মৃত্যু
- ১৯০৭ইং - জিওসুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী একজন ইতালীয় কবি এবং শিক্ষক।
- ১৯৫৬ইং - মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ
- ১৯৮৪ইং - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.