২১ পৌষ
২১ পৌষ বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের ২১তম এবং বছরের ২৬৬তম দিন। বছর শেষ হতে ৯৯ দিন (অধিবর্ষে ১০০ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ৪৬ খ্রীস্টপূর্বাব্দ – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধ এ জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
- ৮৭১ইং - রীডিং এর যুদ্ধ এ - ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
- ১০৬৬ইং - হেস্টিংসের যুদ্ধ
- ১৪৯৩ইং - ক্রিস্তোফার কলম্বাস নবআবিস্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
- ১৬৪২ইং - ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমণ।
- ১৯৭১ইং - জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
জন্ম
- ১৬৪৩ইং - আইজ্যাক নিউটন, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক।
- ১৭৮৫ইং - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
- ১৯৪০ইং - গাও শিংশিয়ান, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী একজন চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক।
- ১৯৫০ইং - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক।
- ১৯৬৫ইং - গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের একজন কৃতি ফরাসি টেনিস খেলোয়াড়।
মৃত্যু
- ১৯৬০ইং - এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।
- ১৯৬১ইং - এরউইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।
- ১৯৯৭ইং - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
ছুটি ও অন্যান্য
- মায়ানমার: স্বাধীনতা দিবস (১৯৪৮)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.