১৯ অগ্রহায়ণ
১৯ অগ্রহায়ণ বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের ১৯তম এবং বছরের ২৩৪ তম দিন। বছর শেষ হতে ১৩১ দিন (অধিবর্ষে ১৩২ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
জন্ম
- ১৩৬৮ইং - ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লস।
- ১৯৩৫ইং - নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
- ১৯৭০ইং - ক্রিস্তিয়ান কারেম্ব্যু, প্রাক্তন ফরাসি ফুটবল খেলোয়াড়।
- ১৮৮৯ইং - ক্ষুদিরাম বসু, বিপ্লবী।
- ১৯৩৬ইং - আবু হেনা মোস্তফা কামাল,শিক্ষাবিদ, কবি এবং লেখক।
- মাইকেল এসিয়েন - ঘানার ফুটবলার
মৃত্যু
- ১৯৫৬ইং - মানিক বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি কথাসাহিত্যিক।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.