১৩ চৈত্র
১৩ চৈত্র বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ১৩তম এবং বছরের ৩৪৮তম এবং অধিবর্ষে ৩৪৯তম দিন। বছর শেষ হতে ১৭ দিন অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৬৯ইং - মেরিনার ৭, উদ্ভোদন করা হয়।
জন্ম
- ১৮৪৫ইং - উইলিয়াম রন্টজেন, একজন জার্মান পদার্থবিদ।
- ১৯৬৩ইং - কুয়েনতিন তারানতিনো, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
- ১৯৭২ইং - জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্, হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
- ১৯৯০ইং - নেসার বারাযাইত, নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
- ১৯১৮ইং - হেনরি অ্যাডাম্স, একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
- ১৯৬৮ইং - ইউরি গ্যাগারিন, রুশ নভোচারী, মহাকাশচারী প্রথম ব্যক্তি প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৭১ইং - জ্যোতির্ময় গুহঠাকুরতা বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।
- ১৯৭২ইং - এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
- ১৯৮২ইং - ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.