১০ চৈত্র
১০ চৈত্র বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ১০ম এবং বছরের ৩৪৫তম এবং অধিবর্ষে ৩৪৬তম দিন। বছর শেষ হতে ২০ দিন অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৩৫১ইং: ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- ১৭৯৩ইং: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
- ১৮৬১ইং: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।
- ১৯৩৩ইং: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
- ১৯৪০ইং: শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
- ১৯৫৬ইং: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় ।
জন্ম
- ১৮৪১ইং - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
- ১৯২৫ইং - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯৮৭ইং - সাকিব আল-হাসান, বাংলাদেশজাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক।
মৃত্যু
- ১৬০৩ইং - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
- ১৯০৫ইং - জুল ভার্ন, ফরাশী লেখক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.