১৭ মাঘ
১৭ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ১৭তম এবং বছরের ২৯২তম দিন। বছর শেষ হতে ৭৩ দিন (অধিবর্ষে ৭৪ দিন) অবশিষ্ট রয়েছে।
== ইতিহাস ==প্রাচীন কাল থেকেই একটা কথা প্রচলিত, মাঘের শীত বাঘের গায়।
ঘটনাবলী
- ১৯৩৩ইং - জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।
- ১৯৬৪ইং - র্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র্যাঞ্জার ৬ উৎক্ষেপণ।
- ১৯৭২ইং - কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।
- ১৯৮২ইং - ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
- ১৯৮৯ইং - আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
- ১৯৯৪ইং - পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
- ২০০০ইং - আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯জনের মৃত্যুবরণ।
জন্ম
- ১৮৮২ইং - ফ্রাংক্লিন ডেলানো রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।
- ১৯৮০ইং - উইল্মার ভালদারামা, ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
মৃত্যু
- ১৯৪৮ইং - মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।
- ১৯৭২ইং - জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.