১৭ চৈত্র
১৭ চৈত্র বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ১৭তম এবং বছরের ৩৫২তম এবং অধিবর্ষে ৩৫৩তম দিন। বছর শেষ হতে ১৩ দিন অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৭৯ইং - ইংল্যান্ডের রক্ষনশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।
মৃত্যু
- ১৭২৭ইং - আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থ ও গণিতবিদ যিনি বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম।
- ১৯১৭ইং - এমিল ভন বেহরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.