৭ মাঘ
৭ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ৭ম এবং বছরের ২৮২তম দিন। বছর শেষ হতে ৮৩ দিন (অধিবর্ষে ৮৪ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৮৪১ইং - হংকংব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
- ১৯৩৪ইং - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু।
- ১৯৬৯ইং - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেছেন আসাদের শার্ট কবিতাটি।
- ২০০৯ইং - মার্কিন যুক্তরাস্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে বারাক ওবামা'র রাস্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ।
জন্ম
- ১৮৭৩ইং - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক।
- ১৯৪৯ইং - ইয়োরান প্যাশন, সুইডেনের প্রধানমন্ত্রী।
- ১৯৮১ইং - ওয়েন হারগ্রিভস, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৭ইং - হাফিজ খান, সফটওয়্যার ডেভেলাপার এবং প্রোগ্রামার.
মৃত্যু
- ১৯৬৯ইং - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
- ১৯৯৩ইং - অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।
- ১৯৯৪ইং - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.