৬ অগ্রহায়ণ
৬ অগ্রহায়ণ বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের ৬ষ্ঠ এবং বছরের ২২১ তম দিন। বছর শেষ হতে ১৪৪ দিন (অধিবর্ষে ১৪৫ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৯৬৩ইং - টিমোথি গাওয়ারস, ফীল্ডস মেডাল বিজয়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।
মৃত্যু
- ১৯১০ইং - লিও তলস্তয়, একজন খ্যাতিমান রুশ লেখক।
- ১৯৯৯ইং - আমিন্তোরে ফান্ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৯৯ইং - সুফিয়া কামাল, বাংলাদেশের একজন প্রথীতযশা কবি, লেখক ও নারীবাদী।
- ২০১০ইং - মীর শওকত আলী, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.