৫ পৌষ
৫ পৌষ বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের এবং বছরের ২৫০তম দিন। বছর শেষ হতে ১১৫ দিন (অধিবর্ষে ১১৬ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৮৫২ইং - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।
- ১৮৭৫ইং - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
- ১৯১০ইং - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
- ১৯১৪ইং - জয়নুল আবেদীন , বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী।
- ১৯৩৪ইং - প্রতিভা পাতিল, ভারতের ১৩-তম ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
মৃত্যু
- ১৯৮৪ইং - আবদুল কাদির, বাঙালি কবি,সাহিত্য-সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.