২৭ মাঘ
২৭ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ২৭তম এবং বছরের ৩০২তম দিন। বছর শেষ হতে ৬৩ দিন (অধিবর্ষে ৬৪ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৭৭৩ইং - উইলিয়াম হেনরি হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি।
- ১৯২৩ইং - কবীর চৌধুরী, বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।
- ১৯৪২ইং - এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা।
- ১৯৩০ইং - সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।
মৃত্যু
- ১৮৮১ইং - ফিওদোর দস্তয়েভ্স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।
- ১৯৭৪ইং - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.