২৮ মাঘ
২৮ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ২৮তম এবং বছরের ৩০৩তম দিন। বছর শেষ হতে ৬২ দিন (অধিবর্ষে ৬৩ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৯৬ইং - আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।
জন্ম
- ১৮৪৭ইং - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।
- ১৮৯০ইং - বরিস পাস্তেরনাক, রাশিয়ার লেখক, সাহিত্যে নোবেল জয়ী। (মৃত্যু: ১৯৬০)
- ১৮৯৪ইং - হ্যারল্ড ম্যাকমিলান, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ১৯৫৭-১৯৬৩। (মৃত্যু: ১৯৮৬)
- ১৯৫০ইং - মার্ক স্পিটজ্, আমেরিকান সাঁতারু।
মৃত্যু
- ১৯২৩ইং - উইলিয়াম কনরাড রন্টজেন, একজন জার্মান পদার্থবিদ।
- ১৯৩০ইং - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।
- ২০০৫ইং - আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.