২১ চৈত্র
২১ চৈত্র বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ২১তম এবং বছরের ৩৫৬তম এবং অধিবর্ষে ৩৫৭তম দিন। বছর শেষ হতে ৯ দিন অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৬৮ইং - আমেরিকান কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং খুন হন ।
- ১৯৭৯ইং - পাকিস্তানি প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টো এর ফাসি ।
জন্ম
মৃত্যু
- ১৯৪০ইং - অমূল্যচরণ বিদ্যাভূষণ, বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যাক্তিত্ব।
- ১৯৭১ইং - যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা।
- ১৯৯০ইং - মোহাম্মদ জাকারিয়া, শক্তিমান বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.