১৬ অগ্রহায়ণ
১৬ অগ্রহায়ণ বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের ১৬তম এবং বছরের ২৩১ তম দিন। বছর শেষ হতে ১৩৪ দিন (অধিবর্ষে ১৩৫ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৮৩৫ইং - স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য 'মার্ক টোয়েইন' নামে বেশি পরিচিত।
- ১৮৫৮ইং - স্যার জগদীশ চন্দ্র বসু, বাংলাদেশের একজন সফল বিজ্ঞানী।
- ১৮৭৪ইং - উইন্স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
- ১৯০৮ইং - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।
- ১৯৮৮ইং - ফিলিপ হিউজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৯৮ইং - আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.