১২ ফাল্গুন
১২ ফাল্গুন বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের ১২তম এবং বছরের ৩১৭তম দিন। বছর শেষ হতে ৪৮ দিন (অধিবর্ষে ৪৯ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৫২ইং - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
জন্ম
- ১৭৮৬ইং - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।
- ১৯৩৯ইং - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
- ১৯৪০ইং - ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।
- ১৯৪৩ইং - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।
- ১৯৫৫ইং - স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।
মৃত্যু
- ১৯৯৩ইং - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
- ২০০১ইং - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.