১২ চৈত্র
১২ চৈত্র বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ১২তম এবং বছরের ৩৪৭তম এবং অধিবর্ষে ৩৪৮তম দিন। বছর শেষ হতে ১৮ দিন অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ১৯৭১ইং : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।
জন্ম
- ১৯০৭ইং - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।
- ১৯১৩ইং - পল এর্ডশ, একজন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ।
- ১৯৩১ইং - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা।
- ১৯৪১ইং - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক।
মৃত্যু
- ১৮২৭ইং - লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক।
- ১৯৭১ইং - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
- ১৯৭১ইং - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ।
- ১৯৭১ইং - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী।
ছুটি ও অন্যান্য
- বাংলাদেশের স্বাধীনতা দিবস (১৯৭১ইং)।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.