১৪ পৌষ
১৪ পৌষ বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের ১৪তম এবং বছরের ২৫৯তম দিন। বছর শেষ হতে ১০৬ দিন (অধিবর্ষে ১০৭ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৮৫৬ইং - উড্রো উইল্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৯০৩ইং - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।
- ১৯৩৭ইং - রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
- ১৯৪৪ইং - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী।
মৃত্যু
- ১৯৯৩ইং - আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
- ২০০৪ইং - সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ২০১১ইং - রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.