২৩ পৌষ
২৩ পৌষ বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের ২৩তম এবং বছরের ২৬৮তম দিন। বছর শেষ হতে ৯৭ দিন (অধিবর্ষে ৯৮ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
জন্ম
- ১৪১২ইং - জোন অফ আর্ক
- ১৭০৬ইং - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ।
মৃত্যু
- ১৮৮৪ইং - গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
- ১৯১৮ইং - গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
- ১৯১৯ইং - থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
- ১৯৮০ইং - দিলীপকুমার রায়, বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।
- ১৯৮৪ইং - আঙুর বালা, বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী।
- ১৯৮৯ইং - সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী।
- ২০০৪ইং - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।
ছুটি এবং অন্যান্য
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.