নেসার বারাযাইত

নেসার বারাযাইত (জন্ম ২৭ মার্চ ১৯৯০) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার। তিনি ইউএই প্রো-লীগে আল জাজিরা দলের হয়ে খেলে থাকেন। বারাযাইত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় বা স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। তিনি পূর্বে ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনাল ফুটবল ক্লাবের হয়ে খেলছেন।

নেসার বারাযাইত
২০০৭ সালে আর্সেনাল দলে বারাযাইত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নেসার বারাযাইত[1]
জন্ম (1990-05-27) ২৭ মে ১৯৯০[1]
জন্ম স্থান আর্নহেম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৮ মি (৬ ফু ২ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়, স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল জাজিরা ক্লাব
জার্সি নম্বর
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬–২০০৭ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ (৩)
২০০৭–২০০৯ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ ১৭ (৬)
২০০৯–২০১২ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২০ (২)
২০০৯–২০১২ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ (১)
† উপস্থিতি(গোল সংখ্যা)।

বারাযাইত ১৯৯০ সালের ২৭শে মার্চ নেদারল্যান্ডসের আর্নহেমে জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র

  1. হাগম্যান, ব্যারি জে., সম্পাদক (২০০৯)। The PFA Footballers' Who's Who 2009–10। মেইনস্ট্রিম পাবলিশিং। পৃষ্ঠা ৩২। আইএসবিএন 978-1-84596-474-0।
  2. "Derby County Profile: Nacer Barazite"। ডার্বি কাউন্টি এফ.সি.। ১৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.