ডেনিলসন পেরেইরা নেভেস

ডেনিলসন পেরেইরা নেভেস (জন্ম ফেব্রুয়ারি ১৬, ১৯৮৮,সাওপাওলো, ব্রাজিল ) ব্রাজিলীয় ফুটবলার। তিনি জাতীয় দলের হয়ে এখনো খেলার সুযোগ না পেলেও ইংলিশ প্রিমিয়ার লীগের শক্তিশালী দল আর্সেনালের গুরুত্বপুর্ণ সদস্য।

ডেনিলসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডেনিলসন পেরেইরা নেভেস
জন্ম ফেব্রুয়ারি,১৬,১৯৮৮
জন্ম স্থান সাওপাওলো, ব্রাজিল
উচ্চতা ১.৯১ মি
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আর্সেনাল
জার্সি নম্বর ১৫
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
২০০৫-২০০৬
২০০৬-
সাওপাওলো
আর্সেনাল
১২ (০)
১০ (০)
জাতীয় দল
২০০৬- ব্রাজিল ০ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 08:50, 18 May 2007 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল November 15 2006 তারিখ অনুযায়ী সঠিক।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.