কালো সোমবার
ঐতিহাসিক ঘটনাবলী
- ১৯২৯ সালের ২৮ অক্টোবর - যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রীটের শেয়ার বাজারের মূল্য সূচক ডো জোন্স শিল্প গড় একদিনে সর্ব্বোচ্চ মূল্য হারায়, যা ৩৮.৩৩ পয়েন্ট বা ১৩%; অর্থনীতি সম্পর্কিত আলোচনায় এটি কালো সোমবার (১৯২৯) হিসাবে পরিচিত।
- ১৯৮৭ সালের ১৯ অক্টোবর - বিশ্বব্যাপী শেয়ার বাজারের মূল্য সূচকের মান খুব অল্প সময়ে সর্ব্বোচ্চ পতন ঘটে; অর্থনীতি সম্পর্কিত আলোচনায় এটি কালো সোমবার (১৯৮৭) হিসাবে পরিচিত।
- ১৯৯০ সালের ৮ অক্টোবর - জেরুজালেম নগরের আল আকসা মসজিদ প্রাঙ্গনে সংগঠিত গণহত্যা, যা কালো সোমবার নামে পরিচিত।[1][2][3]
তথ্যসূত্র
- Fabrico, Roberto (২ ডিসেম্বর ১৯৯০)। "A City Divided: Jerusalemites once again have fallen victim to religious hatred and strife"। Sun Sentinel। Sun-Sentinel.com।
- United Nations Commission of Human Rights (৪ এপ্রিল ২০০১)। "Summary Record of the 19th Meeting"। Fifty-seventh session। United Nations। ২০১২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৭।
- Reiter, Yitzhak (২০০৮)। Jerusalem and its role in Islamic solidarity। Palgrave Macmillan। পৃষ্ঠা 127।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.