বলরাম
বলরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত। বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ বলে মনে করেন। দ্বাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভগিনী । শ্রীহরি বিষ্ণুর আদিশেষ নাগের অবতার হলেন বলরাম । অত্যাচারী কংসের কারাগারে বন্দী বসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন, কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন । ফলে দেবকীর সপ্তম গর্ভ মৃত সন্তান জন্ম দেয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয় । বল মানে শক্তি । শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম বলরাম রাখা হয় । তিনি ভ্রাতা শ্রীকৃষ্ণের সহিত অনেক অসুর বধ করেন ও ভাইয়ের সাথে এক মধুর সম্পর্কের আদর্শ স্থাপন করেন।
বলরাম | |
---|---|
![]() বলরাম | |
দেবনাগরী | बलराम |
সংস্কৃত লিপ্যন্তর | Balarāma |
অস্ত্র | লাঙল ও মুষল |
সঙ্গী | রেবতী |
মাতাপিতা | বসুদেব (পিতা) রোহিণী (মাতা) |
কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনও পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বহু বিপদে কৃষ্ণকে আগলে রেখেছেন। তাঁর স্ত্রীর নাম রেবতী। তার দুই পুত্র— নিষ্ঠা এবং উল্মুক। বলরামের অস্ত্র এক বিশাল লাঙল। তিনি এ কারণে ‘হলধারী’ নামেও পরিচিত। তিনি সর্বদা নীলাম্বরধারী। তিনি ভীম এবং দুর্যোধনের গুরু। তারা তার কাছে গদাযুদ্ধ শিখেছিলেন।[1]
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বলরাম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Who is Lord Balarama (Overview)
- 1000 names of Lord Balarama
- Vedic Encyclopedia - Sri Balarama's Pilgrimage
- Balarama avatar - Bhagavata Purana
- Krishna-Balarama Temple
- Krishna & Balarama Deity Gallery - Vrindavan.com
- Krishna & Balarama Deity Gallery - Vrindavan-dham.com