হিমালয় পর্বতমালা
হিমালয় পর্বতমালা (দেবনাগরী: हिमालय) (হিম+আলয় = বরফের ঘর) এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভুমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভূটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।
হিমালয় পর্বতমালা | |
---|---|
![]() মাউন্ট এভারেস্ট এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলির বায়ু দর্শন | |
সর্বোচ্চ সীমা | |
শিখর | মাউন্ট এভারেস্ট (নেপাল ও চীন) |
উচ্চতা | ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) |
সুপ্রত্যক্ষতা | |
বিচ্ছিন্নতা | |
স্থানাঙ্ক | ২৭°৫৯′ উত্তর ৮৬°৫৫′ পূর্ব |
আয়তন | |
দৈর্ঘ্য | ২,৪০০ কিলোমিটার (১,৫০০ মাইল) |
নামকরণ | |
স্থানীয় নাম | Sagarmatha |
ভূগোল | |
![]() হিমালয় পর্বতমালার অবস্থান
| |
দেশসমূহ | |
মহাদেশ | এশিয়া |

দিল্লি-লে বিমান যাত্রা থেকে নেওয়া হিমালয় পর্বতমালার ছবি
উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ
শৃঙ্গের নাম | অন্য নাম এবং অর্থ | উচ্চতা (মি) | উচ্চতা (ফু) | প্রথম আরোহন | টীকা |
---|---|---|---|---|---|
এভারেস্ট | সাগরমাতা -"সাগরের মাতা", চোমোলংমা অথবা কোমোলংমা -"মহাবিশ্বের মাতা" | ৮,৮৪৮ | ২৯,০২৮ | ১৯৫৩ | চীন ও নেপাল সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। |
কে-টু (K2) | চোগো গাংড়ি | ৮,৬১১ | ২৮,২৫১ | ১৯৫৪ | পাকিস্তান ও চীনের জিনজিয়ান সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপজ্জনক পর্বতের অন্যতম। |
কাঞ্চনজঙ্ঘা | Kangchen Dzö-nga, "তুষারের পাঁচ রত্ন" | ৮,৫৮৬ | ২৮,১৬৯ | ১৯৫৫ | বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ (সিকিম) এবং নেপালের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। |
লোৎসে | " দক্ষিণ শৃঙ্গ " | ৮,৫১৬ | ২৭,৯৪০ | ১৯৫৬ | পৃথিবীর ৪র্থ উচ্চতম। নেপাল এবং তিবেতের মধ্যে অবস্থিত, এভারেষ্টের ছায়াতে। |
মাকালু | " মহান কাল " | ৮,৪৬২ | ২৭,৭৬৫ | ১৯৫৫ | নেপালে অবস্থিত বিশ্বের ৫ম সর্বোচ্চ শৃঙ্গ। |
চো ওইয়ু | Qowowuyag, " বৈদূর্য দেবতা " | ৮,২০১ | ২৬,৯০৫ | ১৯৫৪ | পৃথিবীর ৬ষ্ঠ উচ্চতম। নেপালে অবস্থিত। |
ধবলগিরি | শ্বেত পর্বত | ৮,১৬৭ | ২৬,৭৬৪ | ১৯৬০ | নেপালে অবস্থিত বিশ্বের ৭ম সর্বোচ্চ শৃঙ্গ। |
মানাসলু | কুতাং, " আত্মার পর্বত " | ৮,১৫৬ | ২৬,৭৫৮ | ১৯৫৬ | পৃথিবীর ৮ম উচ্চতম। গুরখা হিমাল, নেপালে অবস্থিত। |
নাংগা পর্বত | নাংগাপর্বত শৃঙ্গ অথবা দিয়ামির, "নগ্ন পর্বত" | ৮,১২৫ | ২৬,৬৫৮ | ১৯৫৩ | পাকিস্তানে অবস্থিত বিশ্বের ৯ম সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপজ্জনক পর্বতের অন্যতম। |
অন্নপূর্ণা | "শস্য দেবী" | ৮,০৯১ | ২৬,৫৪৫ | ১৬৫০ | নেপালে অবস্থিত বিশ্বের ১০ম সর্বোচ্চ শৃঙ্গ। |
গাশারব্রুম ১ | " সুন্দর পর্বত " | ৮,০৮০ | ২৬,৫০৯ | ১৯৫৮ | পৃথিবীর ১১তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত। |
ব্রড পিক | ফাইচান কাংরি | ৮,০৪৭ | ২৬,৪০১ | ১৯৫৭ | পৃথিবীর ১২তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত। |
গাশারব্রুম ২ | ৮,০৩৫ | ২৬,৩৬২ | ১৯৫৬ | পৃথিবীর ১৩তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত। | |
শিশাপাংমা | Xixiabangma, "গ্রাসসি প্লাইন্সের ওপর শিখর " | ৮,০১৩ | ২৬,০৮৯ | ১৯৬৪ | পৃথিবী ১৪তম উচ্চতম পর্বত। তিব্বতে অবস্থিত, এইটি তিব্বতের মধ্যে উচ্চতম চূড়া wholly। |
নন্দা দেবী | "আশীর্বাদ-দাত্রী দেবী" | ৭,৮১৭ | ২৫,৬৪৫ | ১৯৩৬ | ভারতের উত্তরখন্ডে অবস্থিত। |
চিত্রশালা
আরও দেখুন
বাহ্যিক লিঙ্ক
- Journey of a Red Fridge (২০০৭),পরিচালক লুচিয়ান এবং নাতাসা মুন্তেয়ান।
- The making of the Himalaya and major tectonic subdivisions
- হিমালয় পর্বতের ভূতত্ত্ব
- হিমালয়ের জন্ম
- হিমালয়ের গঠনে কিছু নোট
- আন্নাপুরনাতে একটি ট্রেক থেকে ছবি (অরি লিবেরের মধ্যে চলচ্চিত্র)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.