হিমালয় পর্বতমালা

হিমালয় পর্বতমালা (দেবনাগরী: हिमालय) (হিম+আলয় = বরফের ঘর) এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভুমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপালভূটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গাব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।

হিমালয় পর্বতমালা
মাউন্ট এভারেস্ট এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলির বায়ু দর্শন
সর্বোচ্চ সীমা
শিখরমাউন্ট এভারেস্ট (নেপালচীন)
উচ্চতা৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট)
সুপ্রত্যক্ষতা
বিচ্ছিন্নতা
স্থানাঙ্ক২৭°৫৯′ উত্তর ৮৬°৫৫′ পূর্ব
আয়তন
দৈর্ঘ্য২,৪০০ কিলোমিটার (১,৫০০ মাইল)
নামকরণ
স্থানীয় নামSagarmatha
ভূগোল
হিমালয় পর্বতমালার অবস্থান
দেশসমূহ
মহাদেশএশিয়া
দিল্লি-লে বিমান যাত্রা থেকে নেওয়া হিমালয় পর্বতমালার ছবি

উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ

শৃঙ্গের নামঅন্য নাম এবং অর্থউচ্চতা (মি)উচ্চতা (ফু)প্রথম আরোহনটীকা
এভারেস্টসাগরমাতা -"সাগরের মাতা",
চোমোলংমা অথবা কোমোলংমা -"মহাবিশ্বের মাতা"
৮,৮৪৮২৯,০২৮১৯৫৩চীন ও নেপাল সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
কে-টু (K2)চোগো গাংড়ি৮,৬১১২৮,২৫১১৯৫৪পাকিস্তান ও চীনের জিনজিয়ান সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপজ্জনক পর্বতের অন্যতম।
কাঞ্চনজঙ্ঘাKangchen Dzö-nga, "তুষারের পাঁচ রত্ন"৮,৫৮৬২৮,১৬৯১৯৫৫বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ (সিকিম) এবং নেপালের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
লোৎসে" দক্ষিণ শৃঙ্গ "৮,৫১৬২৭,৯৪০১৯৫৬পৃথিবীর ৪র্থ উচ্চতম। নেপাল এবং তিবেতের মধ্যে অবস্থিত, এভারেষ্টের ছায়াতে।
মাকালু" মহান কাল "৮,৪৬২২৭,৭৬৫১৯৫৫নেপালে অবস্থিত বিশ্বের ৫ম সর্বোচ্চ শৃঙ্গ।
চো ওইয়ুQowowuyag, " বৈদূর্য দেবতা "৮,২০১২৬,৯০৫১৯৫৪পৃথিবীর ৬ষ্ঠ উচ্চতম। নেপালে অবস্থিত।
ধবলগিরিশ্বেত পর্বত৮,১৬৭২৬,৭৬৪১৯৬০নেপালে অবস্থিত বিশ্বের ৭ম সর্বোচ্চ শৃঙ্গ।
মানাসলুকুতাং, " আত্মার পর্বত "৮,১৫৬২৬,৭৫৮১৯৫৬পৃথিবীর ৮ম উচ্চতম। গুরখা হিমাল, নেপালে অবস্থিত।
নাংগা পর্বতনাংগাপর্বত শৃঙ্গ অথবা দিয়ামির, "নগ্ন পর্বত"৮,১২৫২৬,৬৫৮১৯৫৩পাকিস্তানে অবস্থিত বিশ্বের ৯ম সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপজ্জনক পর্বতের অন্যতম।
অন্নপূর্ণা"শস্য দেবী"৮,০৯১২৬,৫৪৫১৬৫০নেপালে অবস্থিত বিশ্বের ১০ম সর্বোচ্চ শৃঙ্গ।
গাশারব্রুম ১" সুন্দর পর্বত "৮,০৮০২৬,৫০৯১৯৫৮পৃথিবীর ১১তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত।
ব্রড পিকফাইচান কাংরি৮,০৪৭২৬,৪০১১৯৫৭পৃথিবীর ১২তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত।
গাশারব্রুম ২৮,০৩৫২৬,৩৬২১৯৫৬পৃথিবীর ১৩তম উচ্চতম পর্বত। পাকিস্তানের কারাকোরামে অবস্থিত।
শিশাপাংমাXixiabangma, "গ্রাসসি প্লাইন্সের ওপর শিখর "৮,০১৩২৬,০৮৯১৯৬৪পৃথিবী ১৪তম উচ্চতম পর্বত। তিব্বতে অবস্থিত, এইটি তিব্বতের মধ্যে উচ্চতম চূড়া wholly।
নন্দা দেবী"আশীর্বাদ-দাত্রী দেবী"৭,৮১৭২৫,৬৪৫১৯৩৬ভারতের উত্তরখন্ডে অবস্থিত।

চিত্রশালা

আরও দেখুন

বাহ্যিক লিঙ্ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.