মাদ্রী
মাদ্রী মহাভারত মহাকাব্যের একটি নারীচরিত্র। মহাভারতের হস্তিনাপুরের সূর্যবংশীয় রাজা পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী মাদ্রী ছিলেন মদ্র দেশের রাজকন্যা। তার পিতার উত্তরাধিকারী হিসাবে ভ্রাতা শল্য (মহাভারত) মদ্ররাজ হয়েছিলেন।
মাদ্রী | |
---|---|
![]() মাদ্রীর আত্মহত্যা | |
তথ্য | |
পরিবার | শল্য (মহাভারত)(ভাই) |
দাম্পত্য সঙ্গী | পাণ্ডু |
পান্ডুর সাথে বিয়ে
কুন্তির সাথে তার বিয়ের পরে পান্ডু মদ্ররাজের কনিষ্ঠ পুত্র মাদ্রীকে বিয়ে করেছিলেন ।পান্ডু ও মাদ্রীর কোনও সন্তান ছিল না। ফলস্বরূপ সপত্নী কুন্তীর কাছ থেকে দুর্বাসাপ্রদত্ত পুত্রেষ্টিমন্ত্র অল্পসময়ের জন্য চেয়ে নিয়ে তিনি অশ্বিনীকুমারদ্বয়কে পুত্রদান নিমিত্ত আবাহন করেন। তাদের ঔরসে মাদ্রীর গর্ভে দুই পুত্র (কনিষ্ঠ পাণ্ডব) নকুল ও সহদেবের জন্ম হয়।
নকুল ও সহদেবের জন্মের পর পাণ্ডু একদা বনে মাদ্রীকে দেখে কামার্ত হন ও তার গর্ভে নিজ পুত্র উৎপন্ন করতে তার সাথে যৌনসঙ্গম করেন। এই সঙ্গমের ফলে পান্ডুর মৃত্যু হয়। এই দুঃখে মাদ্রী নকুল ও সহদেবকে কুন্তীর কাছে রেখে সগর্ভ পাণ্ডুর চিতায় আরোহন করে মৃত্যুবরণ করেন[1]।
তথ্যসূত্র
- "পাণ্ডু ও মাদ্রীর মৃত্যু"। সববাংলায় (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২।