ফুলপুর উপজেলা
ফুলপুর বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা।
ফুলপুর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() ফুলপুর | |
স্থানাঙ্ক: ২৪°৫৭′ উত্তর ৯০°২১′ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
আয়তন | |
• মোট | ৩১৯.০১ কিমি২ (১২৩.১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৩,১৫,২৭২ |
• জনঘনত্ব | ৯৯০/কিমি২ (২৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬১ ৮১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
উত্তরে- হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা,দক্ষিণে- তারাকান্দা উপজেলা, পূর্বে- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা,পশ্চিমে- শেরপুর জেলার নকলা উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
ফুলপুর ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৩,১৫,২৭২ জন। এর মধ্যে পুরুষ ১,৫৫,৮০১ জন এবং মহিলা ১,৫৯,৪১৭ জন।
নদীসমূহ
ফুলপুর উপজেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে কংস নদী, খাড়িয়া নদী, দেয়ার নদী, ভোগাই নদী, বান্দসা নদী, মালিঝি নদী, ধলাই নদী, কাকুড়িয়া নদী, সোয়াইন নদী ও দেওর নদী।[2][3]
কৃতী ব্যক্তিত্ব
- মুজিবুর রহমান খান ফুলপুরী (১৮৮৯ - ৫ জানুয়ারি ১৯৬৯) ছিলেন ময়মনসিংহের একজন সাংবাদিক ও রাজনৈতিক কর্মী।
ঐতিহাসিক স্থান
- জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া মাদ্রাসা, বালিয়া, ফুলপুর
- ফুলপুর ডিগ্রি কলেজ
- িংহ।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফুলপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৭। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.