ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইংরেজি: Diploma in Engineering) হচ্ছে মানুষের সমস্যাবলী সমাধান এবং জীবনকে সহজ করার জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ। প্রকৌশলীগণ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত এবং বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করবার জন্য তাঁদের কল্পনাশক্তি, বিচারক্ষমতা এবং যুক্তিপ্রয়োগক্ষমতা ব্যবহার করেন। এর ফলাফল হচ্ছে উন্নততর নিত্য প্রয়োজনীয় বস্তু ও নিত্যব্যবহার্য কর্মপদ্ধতির আবির্ভাব যা প্রতিদিনের জীবনকে সহজ করে দেয়। মূলত, মাধ্যমিক পরীক্ষার পর পলিটেকনিক ইন্সটিটিউট বা ইঞ্জিনিয়ারিং কলেজে ৪ বছর মেয়াদী যে ইঞ্জনিয়ারিং পড়ানো হয় তাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলে। যার গ্রেড মান ১৪। যেখানে উচ্চ মাধ্যমিকের গ্রেড মান ১২, ডিগ্রির গ্রেড মান ১৫ ও অনার্সের ১৬।

বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

পলিটেকনিক ইন্সটিটিউট সমূহে (ইংরেজী: Polytechnic Institute) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চার(৪) বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। চার বছর মেয়াদী শিক্ষাক্রম আটটি(৮) পর্বে বিভক্ত যাদের সেমিষ্টার বলা হয়। এক একটি সেমিষ্টারের কার্য দিবস ১৬-১৮ সপ্তাহ। সে হিসেবে প্রতি বর্ষের কার্য দিবস ৩২-৩৬ সপ্তাহ। নির্ধারিত কার্য দিবস শেষ হওয়ার পর পর্ব সমাপণি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি:

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি বাংলাদেশের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।

  • মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজী:

বাংলাদেশের একমাত্র খনিজ সম্পদ বিষয়ক অনুষদ যা ২০০৬ সালে খসড়া কয়লা নীতির সুপারিশ অনুসারে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে কার্যক্রম শুরু করে।

  • বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস: (ইংরেজি: Bangladesh Institute of Glass and Ceramics) বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে পুরাতন ইন্সটিটউট। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চার বছর মেয়াদী “ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং” কোর্স চালু রয়েছে।
  • গ্রাফিক আর্টস ইন্সটিটিউট: বাংলাদেশের একমাত্র প্রিন্টিং এবং গ্রাফিক ডিজাইন ইন্সটিটউট। এই পলিটেকনিক ইন্সটিটউটটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৩ টি বিভাগ চলমান রয়েছে।
  • বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট ১৯১৪ সালে প্রতিঠিত হয়। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) চার বছর মেয়াদী একটি কোর্স চালু আছে। বাংলাদেশ সার্ভে ইন্সটিটিটে প্রথম শিফ্ট ও দ্বিতীয় শিফ্টে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সার্ভে কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা এই শিক্ষা গ্রহণ করে দেশের অভ্যন্তরে এই শিক্ষা সংশিষ্ট বিভিন্ন সংস্থায় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দক্ষতার সহিত নিয়োজিত আছে।
  • এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট(ATI):

বাংলাদেশের ১৫টি এটিআইতে ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার (৪ বছর মেয়াদী)কোর্সটি পড়ানো হয়।এছাড়াও বেসরকারীভাবে ১৬০মতো প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার (৪ বছর মেয়াদী)কোসটি পড়ানো হয়।

বাংলাদেশের সরকারি ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্স এর কয়েকটি প্রতিস্ঠানের নাম:-

১।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), শেরে বাংলা নগর, ঢাকা

২।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), তাজহাট রংপুর

৩।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), রহমতপুর, বরিশাল

৪।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), খাদিমনগর, সিলেট

৫।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), শেরপুর

৬।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), দৌলতপুর, খুলনা

৭।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), হমনা, কুমিল্লা

৮।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), ঈশ্বরদী,পাবনা

৯।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), রাঙ্গামাটি

১০।এগ্রিকালচার ট্রেনিং ইনিষ্টিটিউট (ATI), গাজীপুর

বাংলাদেশের বেসরকারী ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্স এর কয়েকটি প্রতিষ্ঠানের নাম:-

১।আবুল বাশার কৃষি কলেজ, ঢাকা

২।তমালতলা কৃষি ও কারিগরি কলেজ,বাগাতি পাড়া, নাটোর

৩।এম.এস.জোহা কৃষি কলেজ,হারদী,আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

৪। খান জাহান আলী কৃষি কলেজ,ডুমুরিয়া, খুলনা

৫। ব্রেইলী ব্রীজ এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনিষ্টিটিউট,মীরবাগ,কাউনিয়া রংপুর।"

পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা

বর্তমানে ৪৯টি সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। [1] এর মধ্যে পুরোনো ইন্সটিটিউটের সংখ্যা ২০টি, যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইন্সটিটিউটের সংখ্যা পাঁচটি, মনোটেকনিক ইন্সটিটিউট তিনটি, প্রকল্পভুক্ত ১৮টি ও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা তিনটি।

বেসরকারী পলিটেকনিকের সংখ্যা ৩৮৭টি[2]

সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট

সরকারি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট

[3]

নং ইন্সটিটিউটের নাম স্থান জেলা স্থাপিত তারিখ
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটতেজগাঁও শিল্প এলাকাঢাকা১৯৫৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটবুড়িরহাটশরীয়তপুর২০০১
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটমাসকান্দাময়মনসিংহ১৯৬৩
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটফরিদপুর
টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউটটাংগাইল১৯৯১
চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটনাসিরাবাদচট্টগ্রাম১৯৬২
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটকুমিল্লা কোটবাড়িকুমিল্লা১৯৬২
ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটহাসপাতাল রোডফেনী২৯ শে ফেব্রুয়ারী ১৯৬৪
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটকাপ্তাই উপজেলাচট্টগ্রাম১৯৬৩
১০ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটরাজশাহী
১১ বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটবগুড়া
১২ পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটগাংকোলাপাবনা১৯৫৫
১৩ রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটজুম্মাপাড়ারংপুর১৯৬২
১৪ দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটদিনাজপুর
১৫ খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটখুলনা
১৬ যশোর পলিটেকনিক ইন্সটিটিউটযশোর১৯৬৪
১৭ কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটকুষ্টিয়া
১৮ বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটআলেকান্দাবরিশাল১৯৬২
১৯ পটুয়াখালি পলিটেকনিক ইন্সটিটিউটপটুয়াখালী সদরপটুয়াখালি১৯৮৯
২০ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটসিলেট১৯৬২
২১ গ্রাফিক আর্টস ইন্সটিটিউটঢাকা১৯৬৭
২২ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকতেজগাঁওঢাকা
২৩ বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটরাম্মালাকুমিল্লা১৯১৪
২৪ চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটচট্টগ্রাম
২৫ ফেনী কম্পিউটার ইন্সটিটিউটফেনী
২৬ কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটকুড়িগ্রাম
২৭ নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটনওগাঁ
২৮ ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটঠাকুরগাঁও
২৯ সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটসাতক্ষীরা
৩০ ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটঝিনাইদহ
৩১ সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটসিরাজগঞ্জ
৩২ ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটভোলা
৩৩ বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউটবরগুনা
৩৪ নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটনরসিংদী
৩৫ মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটইটখোলা বাজারমাগুরা২০০৮
৩৬ খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটখুলনা
৩৭ রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটরাজশাহী
৩৮ চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটকালিয়াপাড়া-কচুয়া রোড়চাঁদপুর২০০৫
৩৯ ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটশের-এ-বাংলা নগর, আগারগাঁও ঢাকা
৪০ ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইন্সটিটিউটব্রাহ্মনবাড়ীয়া
৪১ হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটহবিগঞ্জ
৪২ শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটশেরপুর
৪৩ কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটকক্সবাজার
৪৪ গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটগোপালগঞ্জ
৪৫ লক্ষীপুর পলিটেকনিক ইন্সটিটিউটলক্ষীপুর
৪৬ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটমুন্সিগঞ্জ
৪৭ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটবারঘরিয়া বাজারচাঁপাইনবাবগঞ্জ২০০৬
৪৮ কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটকিশোরগঞ্জ
৪৯ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটশমসের নগর রোড, মাথারকাপনমৌলভীবাজার২০১০
নং. ইন্সটিটিউটের নাম অবস্থান জেলা প্রতিষ্ঠাকাল
খাঁন জাহান আলী কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজিখুলনা
এভিএএস পলিটেকনিক ইন্সটিটিউটসাতক্ষীরা
অ্যারো পলিটেকনিক ইন্সটিটিউট অব ঢাকাঢাকা
এগ্রিকালচারাল ডিপ্লোমা ইন্সটিটিউটনাটোর
আহসানউল্লাহ ইন্সটিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিংরাজশাহী
আলফাহ্ পলিটেকনিক ইন্সটিটিউটদিনাজপুর
আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজদিনাজপুর
আলিফ সায়েন্স এন্ড টেকনিক্যাল স্কুলকিশোরগঞ্জ
আলফা ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
১০ এএমডিএ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিখুলনা
১১ আনোয়ার পলিটেকনিক ইন্সটিটিউটঢাকা
১২ অথেন্টিক ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিনাটোর
১৩ বিএস পলিটেকনিক ইন্সটিটিউটচট্টগ্রাম
১৪ বদিউল আলম সায়েন্স এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটব্রাহ্মনবাড়ীয়া
১৫ বাঘমারা পলিটেকনিক ইন্সটিটিউটরাজশাহী
১৬ বেইলি ব্রিজ প্রাইভেট এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটরংপুর
১৭ বলরামপুর আইডিয়াল কলেজঠাকুরগঞ্জ
১৮ বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউটফরিদপুর
১৯ বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট কলেজযশোর
২০ বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটঢাকা
২১ বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজঢাকা
২২ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সঢাকা
২৩ বাংলাদেশ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
২৪ বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজিঢাকা
২৫ বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউটরাজশাহী
২৬ বাংলাদেশ টেকনিক্যাল কলেজযশোর
২৭ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজঢাকা
২৮ বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটবরিশাল
২৯ বরিশাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিবরিশাল
৩০ বরিশাল টেকনোক্র্যাটস পলিটেকনিক ইন্সটিটিউটবরিশাল
৩১ বসুন্ধরা পলিটেকনিক ইন্সটিটিউটঢাকা
৩২ বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটঢাকা
৩৩ বিসিএমসি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিযশোর
৩৪ বেগম ফজিলতুন্নেসা পলিটেকনিক ইন্সটিটিউটপটুয়াখালী
৩৫ ভোলা সদর পলিটেকনিক ইন্সটিটিউটভোলা
৩৬ বগুড়া ওএএস এমপি পলিটেকনিক ইন্সটিটিউটবগুড়া
৩৭ বলিদাপাড়া পলিটেকনিক ইন্সটিটিউটকুষ্টিয়া
৩৮ ব্রহ্মপুত্র পলিটেকনিক ইন্সটিটিউটঢাকা
৩৯ বিট্রিশ আমেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউটগাজীপুর
৪০ সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটকুমিল্লা
৪১ সেন্টার ফর কম্পিউটার স্টাডিজঢাকা
৪২ সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফারঢাকা
৪৩ চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটচাঁদপুর
৪৪ চাটমোহর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজপাবনা
৪৫ চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউট
৪৬ সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইন্সটিটিউটরাজশাহী
৪৭ সিটি পলিটেকনিক ইন্সটিটিউটখুলনা
৪৮ সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটঢাকা
৪৯ কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটকুমিল্লা
৫০ কম্পেক্ট পলিটেকনিক ইন্সটিটিউটফেনী
৫১ কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ ইন্সটিটিউটবগুড়া
৫২ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজবগুড়া
৫৩ কক্সবাজার মডেল পলিটেকনিক ইন্সটিটিউটকক্সবাজার
৫৪ সাইবারটেক পলিটেকনিক ইন্সটিটিউটজয়পুরহাট
৫৫ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটঢাকা
৫৬ দেশ পলিটেকনিক কলেজঢাকা
৫৭ ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটঢাকা
৫৮ ঢাকা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিঢাকা
৫৯ ঢাকা ইন্সটিটিউট অব টেকনোলজিঢাকা
৬০ ঢাকা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা মেডিক্যাল কলেজনারায়ণগঞ্জ
৬১ ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউটঢাকা
৬২ ধর্মপুর পলিটেকনিক ইন্সটিটিউটগাইবান্ধা
৬৩ ধনবাড়ি সায়েন্স এন্ড টেকনোলজি কলেজটাঙ্গাইল
৬৪ ডিমলা কম্পিউটার সায়েন্স এন্ড পলিটেকনিক কলেজনীলফামারী
৬৫ দিনাজপুর ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিদিনাজপুর
৬৬ দৃষ্টি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংঝিনাইদহ
৬৭ দর্পন পলিটেকনিক ইন্সটিটিউটকুষ্টিয়া
৬৮ ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটনওগাঁ
৬৯ মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটচুয়াডাঙ্গা
৭০ জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউটকুমিল্লা
৭১ কাশবন পলিটেকনিক ইন্সটিটিউটস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭২ অক্সফোর্ড পলিটেকনিক ইন্সটিটিউটস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭৩ মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্টেডিয়াম পাড়ামাগুরা২০১২
৭৪ ডিজিটাল পলিটেকনিক ইন্সটিটিউটইটখোলা বাজারমাগুরা২০১৩

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮
  2. http://www.ittefaq.com.bd/print-edition/campus/2015/04/01/40741.html
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.