টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৯১ সালে স্থাপিত হয়।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট
নীতিবাক্যপ্রযুক্তিই প্রগতি
ধরনসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট
স্থাপিত১৯৯১
অধ্যক্ষপ্রকৌশলী মোঃ সৈয়দ ফারুক
অবস্থান,
২৪.২৭৫৭৬৮° উত্তর ৮৯.৯২১২৫৬° পূর্ব / 24.275768; 89.921256
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামটিপিআই
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.tpi.gov.bd

ইতিহাস

এটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস শুরু হয় ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পরবর্তীতে এখানে আরো ৪টি কোর্স চালু করা হয়। বর্তমানে মোট ৫টি টেকনোলজি নিয়ে চলছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। [1]

চিত্রশালা

টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট এর শহীদ মিনার

অবস্থান

উক্ত প্রতিষ্ঠানটি টাংগাইল এর নতুন বাসস্ট্যান্ড নামক জায়গা থেকে উত্তরে হেটে ৫ মিনিট দুরত্বে অবস্থিত।

বিভাগসমূহ

তথ্যসূত্র

১.http://www.tpi.gov.bd/?p=about-us

ছাত্রাবাস

টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ১টি এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক ছাত্রাবাস রয়েছে।

বহিঃসংযোগ

  1. টাংগাইল পলিটেকনিক ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.