বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইন্সটিটিউটটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।[1]
ধরন | সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট |
---|---|
স্থাপিত | ১৯৫৫ |
অধ্যক্ষ | মোঃ শাহাদাত হোসাইন (মেকানিকাল টেকনোলজি) |
অবস্থান | শেরপুর রোড, বগুড়া ৫৮০০ ২৪.৮২৩৩৫৩° উত্তর ৮৯.৩৭৬৫৮০° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২০ একর (৮.১ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১৯৫৫ সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, সিলেট, পাবনা ও বরিশাল এই পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করে। শুরুতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ৩ বছর মেয়াদি কোর্স দেওয়া হতো। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হত।[1]
ডিপার্টমেন্ট এবং আসনসংখ্যা
একাডেমিক টেকনোলজিসমূহের মধ্যে রয়েছে:
- সিভিল - ২৪০
- ইলেকট্রিক্যাল- ২৪০
- কম্পিউটার - ১২০
- মেকানিক্যাল - ২৪০
- পাওয়ার - ১২০
- রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং - ১২০
- ইলেকট্রনিক্স - ১২০
- মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি - ১২০ ৯.হসপিটালিটি অ্যান্ড টুরিজ্যম ম্যানেজমেন্ট-১২০
ছাত্রাবাস
- দক্ষিণ প্রান্তিক
- পান্থশালা
- উত্তর প্রান্তিক
ছাত্রীনিবাস
- করতোয়া
ক্যাফেটেরিয়া
- অ আ ক্যাফেটেরিয়া
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.