গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ৫ টি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।[1]

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত২০০১
অধ্যক্ষমহানন্দ মজুমদার
শিক্ষার্থী১৫০০+
অবস্থান,
২৩.০৭৪১১৫° উত্তর ৮৯.৭৫৯৮৪৫° পূর্ব / 23.074115; 89.759845
শিক্ষাঙ্গনআধা শহুরে
সংক্ষিপ্ত নাম(GPI)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.gopalganjpoly.gov.bd

অবস্থান

এটি গোপালগঞ্জ জিরো পয়েন্ট থেকে ১৩ কিলোমিটার দূরে চন্দ্রদিঘলিয়ায় অবস্থিত।

ইতিহাস

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে অতি সুনামের সাথে চলে আসছে।

ক্যাম্পাস

মূল ক্যাম্পাসে দক্ষিণ পাশে রয়েছে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, উত্তর পাশে চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও পূর্ব ও পশ্চিমে দুটি দুইতলা বিশিষ্ট ভবন রয়েছে। এবং এর পাছে একটি মাঠ রয়েছে। মূল ক্যাম্পাসে ঢুকতেই বাম পাশে শহীদ মিনার।

টেকনোলজি

ছাত্রাবাস

এই ইনস্টিটিউটে নিজস্ব কোনো ছাত্রাবাস নেই।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.