রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট

রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট (ইংরেজী: Rajshahi Mohila Polytechinic Institute) উত্তর বঙ্গের এক মাত্র মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট।[1] শিক্ষা নগরী রাজশাহী নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।

রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
Rajshahi Mohila Polytechinic Institute
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর লোগো
নীতিবাক্য
প্রযুক্তির জন্য এসো, প্রগতির জন্য যাও
বাংলায় নীতিবাক্য
Come for technology, go out for development.
ধরনসরকারি
স্থাপিত২০০৩ (2003)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
শিক্ষায়তনিক কর্মকর্তা
২০
প্রশাসনিক কর্মকর্তা
৪৫
অবস্থান,
২৪.৪০৮৮১২° উত্তর ৮৮.৬১২৫১৫° পূর্ব / 24.408812; 88.612515
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামRMPI
ওয়েবসাইটrmpi.gov.bd

ইতিহাস

রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিভাগে মোট ১৫২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।[2]

অবস্থান

এটি রাজশাহী শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত।[3]

অবকাঠামো এবং প্রশাসন

প্রতিষ্ঠানটিতে ১টি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং একটি ৩ তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন আছে। প্রায় ১৫০০ বই সংবলিত এক্টি লাইব্রেরি আছে। ৪তলা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস আছে যেখানে ১০০ জন ছাত্রী থাকতে পারে। ২০ জন শিক্ষক এবং ৪৫ জন স্টাফের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।

বিভাগ সমূহ ও আসন

  1. কম্পিউটার
  2. ইলেকট্রনিক্স
  3. আর্কিটেচার ও ইন্টেরিওর ডিজাইনিং
  4. ইলেক্ট্রমেডিকেল
  5. ফুড

প্রতি বিভাগে ৬০ জন করে মোট ৩০০ টি আসন বিদ্যমান । দুই শিফট এ মোট আসন সংখ্যা ৬০০ টি।

আরো দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.