পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট (ইংরেজি: Patuakhali Polytechnic Institute) বাংলাদেশের একটি পুরাতন ও বৃহত্তম পলিটেকনিক ইন্সটিটিউট।
ধরন | সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট |
---|---|
স্থাপিত | ১৯৮৯ |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৫ |
অবস্থান | , , ২২.৩৫২৮৬৮° উত্তর ৯০.৩৩৭৪৩১° পূর্ব |
সংক্ষিপ্ত নাম | পিপিআই |
ওয়েবসাইট | www |
ইতিহাস
এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী ৫টি বিভাগ রয়েছে।
অবস্থান
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালীর সবুজবাগে অবস্থিত।
ক্যাম্পাস
মূল ক্যাম্পাসে চারতলা বিশিষ্ট একটি ভবন, একটি ওয়ার্কশপ ভবন এবং একটি কম্পিউটার ভবন। এছাড়াও অফিস, লাইব্রেরী, এবং ল্যবরেটরী এবং একটি ২০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম রয়েছে। এবং মূল ভবনের উত্তর পাশে রয়েছে মসজিদ সংলগ্ন শহীদ মিনার।
টেকনোলজি
একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে
- কম্পিউটার বিভাগ
- সিভিল বিভাগ
- ইলেকট্রনিক্স বিভাগ
- আরএসি বিভাগ
- ইলেকট্রিক্যাল বিভাগ
ছাত্রাবাস
ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.