দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট

দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইন্সটিটিউটটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট
ধরনসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট
স্থাপিত১৯৬৪
অধ্যক্ষপ্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডল ( ভারপ্রাপ্ত)
প্রশাসনিক কর্মকর্তা
৫৯
অবস্থান
দক্ষিণ বালুবাড়ী, দিনাজপুর

২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব / 25.623189; 88.646030
শিক্ষাঙ্গনশহুরে
২১.৪ একর (৮.৭ হেক্টর)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড - bteb.gov.bd
ওয়েবসাইটwww.dpi.edu.bd

ইতিহাস

উক্ত ইন্সটিটিউটটি সর্বপ্রথম ১৯৬৪ সালে সিভিল এবং পাওয়ার টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ১৯৬৮ সালে মেকানিক্যাল ১৯৮৬ তে ইলেকট্রিক্যাল ২০০৪ এ কম্পিউটার এবং আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন যুক্ত করা হয়। [1]

টেকনোলজি

  1. সিভিল
  2. পাওয়ার
  3. মেকানিক্যাল
  4. ইলেকট্রিক্যাল
  5. কম্পিউটার
  6. আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন

লাইব্রেরী

অত্র প্রতিষ্ঠানের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রায় ৩৫৬৫৮ টি বই রয়েছে জ্ঞান অর্জনের জন্য।

ছাত্রাবাস

অত্র ইন্সটিটিউটে ছেলেদের জন্য ২ টি ছাত্রাবাসে ২৪০ জন এবং মেয়েদের জন্য ১ টিতে ১০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.