কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইন্সটিটিউট। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।এটি বাংলাদেশের সবচেয়ে পুরোনো পলিটেকনিক ইন্সটিটিউট গুলোর মধ্যে অন্যতম ।

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট
ধরনসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট, সহ-শিক্ষা
স্থাপিত১৯৬২
অধ্যক্ষপ্রকৌশলী মোহাম্মদ রিহান উদ্দিন
শিক্ষায়তনিক কর্মকর্তা
[1]
প্রশাসনিক কর্মকর্তা
১৮
শিক্ষার্থীপ্রায় ৪০০০
ঠিকানা
কোটবাড়ি
,
কুমিল্লা
, ,
২৩.৪৩৭০৫৭° উত্তর ৯১.১৩৬৯৮৬° পূর্ব / 23.437057; 91.136986
শিক্ষাঙ্গনশহুরে ২৫.৬ একর
সংক্ষিপ্ত নামসিপিআই
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.comillapoly.gov.bd

ইতিহাস

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। এর উত্তরে গভঃ ল্যাবরেটরি হাই স্কুলকুমিল্লা সেনানিবাস , দক্ষিণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় , শালবন বৌদ্ধ বিহার , ময়নামতি জাদুঘরকারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিটিসি) , পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পশ্চিমে কুমিল্লা ক্যাডেট কলেজবার্ড অবস্থিত।

ক্যাম্পাস

মূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট দুইটি ভবন, আটটি বড় ওয়ার্কশপ ভবন, অফিস, লাইব্রেরী, ওয়ার্কশপ এবং ল্যাবরেটরী এবং একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। এছাড়া একটি ক্যান্টিন, একটি স্কুল, একটি মসজিদ, দুইটি পুকুর, একটি বিশাল মাঠ এবং মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার এবং বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি আছে।

ল্যাব/ওয়ার্কশপ

তড়িৎ প্রযুক্তি

  1. ইলেকট্রিক্যাল পাওয়ার শপ
  2. ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব
  3. ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব
  4. হাই ভোল্টেজ ল্যাব

কম্পিউটার প্রযুক্তি

  1. অ্যাপ্লিকেশন ল্যাব
  2. প্রোগ্রামিং ল্যাব
  3. নেটওয়ার্কিং ল্যাব
  4. সফটওয়্যার ল্যাব
  5. ডাটাবেজ ল্যাব

ইলেকট্রনিক্স প্রযুক্তি

  1. অডিও ভিজ্যুয়াল ল্যাব
  2. অ্যাডভান্স কমিউনিকেশন ল্যাব
  3. ডিজিটাল অ্যান্ড মাইক্রোপ্রসেসর ল্যাব

যন্ত্র প্রযুক্তি

  1. মেশিন শপ
  2. ওয়েল্ডিং শপ
  3. টেস্টিং ল্যাব
  4. ফাউন্ড্রি শপ
  5. মেটাল শপ

সিভিল প্রযুক্তি

  1. সয়েল ল্যাব
  2. সার্ভে শপ
  3. উড শপ
  4. প্লাম্বিং শপ
  5. ম্যাসন শপ
  6. হাইড্রোলিক ল্যাব

শক্তি প্রযুক্তি

  1. অটো পাওয়ার শপ
  2. হিট ইঞ্জিন শপ
  3. বয়লার শপ

আনুষঙ্গিক বিভাগ

  1. ফিজিক্স ল্যাব
  2. কেমিস্ট্রি ল্যাব
  3. ফিজিক্যাল এডুকেশন সেন্টার

শিক্ষা পদ্ধতি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্র-ছাত্রীদের আবশ্যিকভাবে বিকাশের জন্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি (NonTech) শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্রছাত্রীদের সকালে ও দুপুরে দুই শিফটে পাঠদান করা হয়।

প্রযুক্তিসমূহ

একাডেমিক প্রযুক্তিসমূহের মধ্যে রয়েছে -

  1. তড়িৎ প্রযুক্তি
  2. কম্পিউটার প্রযুক্তি
  3. ইলেকট্রনিক্স প্রযুক্তি
  4. যন্ত্র প্রযুক্তি
  5. সিভিল প্রযুক্তি
  6. শক্তি প্রযুক্তি

ছাত্রাবাস

ছাত্রদের জন্য দুইটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে।

  • শহিদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস
  • ময়নামতি আলমগীর ছাত্রাবাস
  • ছাত্রী নিবাস

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.