প্রধান মুফতি

প্রধান মুফতি (আরবি: مفتي عام muftī ʿām বা كبير المفتين kabīr al-muftīn) প্রধানতঃ সুন্নি এবং ইবাদি মুসলিম দেশের ইসলাম ধর্মীয় সর্বোচ্চ পদ। তিনি প্রধানতঃ ইসলামী আইনশাস্ত্রের বিশদ ব্যাখ্যা এবং ফতোয়া প্রদান করেন। এছাড়াও তিনি বিচার করার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিচারকদের সাহায্য করে থাকেন।

উসমানীয় প্রধান মুফতির চিত্র

ইতিহাস

মুফতি হলো ইসলাম ধর্মীয় পন্ডিত যারা ফতোয়া প্রদান করেন।[1] উসমানীয় সাম্রাজ্য থেকে একজন মুফতি সকল মুফতির উপরে প্রধান মুফতি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথা শুরু হয়।[1]

পূর্বেকার বিশিষ্ট প্রধান মুফতি

সৌদি আরব

বর্তমান প্রধান মুফতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ভোগেল, ফ্রাঙ্ক ই. (২০০০)। ইসলামিক ল এন্ড দ্য লিগাল সিস্টেম অব সৌদি:স্টাডিস অব সৌদি আরব। ব্রিল।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.