উস্তাদ

উস্তাদ (ফার্সি: استاد; /ওস্তাদ্‌/, মালিক বা শিক্ষক) এশিয়ার মুসলিমদের মধ্যে ব্যবহৃত একটি সম্মানসূচক উপাধি। ফারসি ভাষা থেকে এটি বাংলা ও উর্দু-হিন্দিসহ ভারতীয় উপমহাদেশের অন্যান্য ভাষা, মধ্যপশ্চিম এশিয়ার প্রায় সব তুর্কি ভাষা এবং বিভিন্ন ইরানিয় ভাষায় (যেমন কুর্দি ভাষা) তা প্রবেশ করেছে।

এই উপাধি সাধারণত বহুল পরিচিত শিক্ষক ও শিল্পীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সম্মানসূচক ব্যবহার ছাড়াও এটি সাধারণ অর্থে শিক্ষক বা কোনো বিষয়ে দক্ষ ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়। দক্ষিণ এশিয়ায় কিছু মার্শাল আর্টের নির্দেশককেও এই নামে সম্বোধন করা হয়।

তথ্যসূত্র

    • Baily, John (২০০১)। "Ustād"। Sadie, Stanley। The New Grove dictionary of music and musicians (2nd সংস্করণ)। London: Macmillan Publishersআইএসবিএন 0-333-60800-3।
    • Platts dictionary
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.