খতিব

খতিব (Arabic خطيب khaṭīb) খুতবা প্রদানকারীকে বলা হয়ে থাকে। জুমা ও দুই ঈদের নামাজের সময় খুতবা পড়া হয়।[1]

সাধারণত ইমাম খতিবের দায়িত্ব পালন করেন। তবে এই দুটি পদ দুজন ভিন্ন ব্যক্তি পালন করতে পারে। খতিবের খুতবা সহিহ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা প্রয়োজন হয় না। তবে খতিবকে প্রাপ্তবয়স্ক পুরুষ হতে হবে ও অজু অবস্থায় থাকতে হবে। কিন্তু যেহেতু খুতবায় ইসলামিক ও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে অালোচনা করা হয়, সুতরাং খতিবের জ্ঞানী-গুণী হওয়াই বাঞ্ছনীয়। একজন খতিব হবেন সেই এলাকার মানুষের ধর্মীয় বিষয়ের দিকনির্দেশনা দানকারী এবং দৈনন্দিন জীবনে উদ্ভুত বিভিন্ন সমস্যার ধর্মভিত্তিক সমাধা প্রদানকারী। এ বিবেচনায় মসজিদগুলোতে সাধারণত ইসলামি শরিয়াহ বিষয়ে পারদর্শী অালেমদেরই খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়ে থাকে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "The Ethical Soundscape"google.com। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.