মুজাদ্দিদ
মুজাদ্দিদ (আরবি:مجدد) শব্দের অর্থ সংস্কারক[1][2]। প্রতি হিজরী শতাব্দিতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনৈসলামিক রীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আবির্ভূত হন।
উসুল আল ফিকহ |
---|
ফিকহ |
আহকাম |
ধর্মতত্ত্বীয় উপাধি |
|
হাদীসে বলা হয়েছে,
"আল্লাহ তা'আলা এ উম্মাতের (কল্যাণের) জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে সংস্কার করবেন।"
মুজাদ্দিদগণের তালিকা
মুজাদ্দিদদের নাম পরিচয় কুরআন ও সহীহ হাদীসে পাওয়া যায় না। সাধারণত নিম্নোক্ত ব্যক্তিদেরকে অনেকে মুজাদ্দিদ মনে করেন।
- উমর ইবনে আবদুল আজিজ (৬০-১০১ হি.)
- ইমাম আবু হানিফা (৮০-১৫০ হি.)
- ইমাম শাফেঈ (১৫০-২০৪ হি.)
- ইমাম আহমদ বিন হাম্বল (১৬৪-২৪১ হি.)
- ইমাম মালেক (৯৩-১৭৯ হি.)
- আবুল হাসান আল আশআরী (২৭০-৩২৪ হি.)
- ইমাম মাতুরিদী
- আবু বকর আল বাকাল্লানী (৩২৭-৪০২ হি.)
- ইমাম গাজ্জালি (৪৫০-৫০৫ হি.)
- আব্দুল কাদের জিলানী (৪৭০-৫৯৭ হি.)
- ফখরুদ্দীন আল রাযি (৫৪৩-৬০৬ হি.)
- মইনুদ্দিন চিশতী (৫৩৬-৬৩৩ হি.)
- সিরাজুদ্দীন বলকিনি (৭২৪-৮০৫ হি.)
- ইবনে হাজার আসকালানী (৭৭৩-৮৫২ হি.)
- জালালুদ্দীন সুয়ুতী (৮৪৯-৯১১ হি.)
- মুজাদ্দিদ ই আলফে সানি শায়খ আহমেদ সিরহিন্দি (৯৭১-১০৩৪ হি.)
- শাহ ওয়ালিউল্লাহ (১১১৪-১১৮৪ হি.)
- আবু বকর সিদ্দিকি (১৩শত হি.)
- আ'লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (১৪ হি.)
তথ্যসূত্র
- Faruqi, Burhan Ahmad। The Mujaddid's Conception of Tawhid (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৭। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।
- Meri, Josef W. (সম্পাদক)। Medieval Islamic Civilization: An Encyclopedia (ইংরেজি ভাষায়)। Psychology Press। পৃষ্ঠা ৬৭৮।
- মিশকাতুল মাসাবিহ ২৪৭, iHadis.com
- সুনানে আবু দাউদ ৪২৯১, iHadis.com
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.