মুজাদ্দিদ

মুজাদ্দিদ (আরবি:مجدد‎) শব্দের অর্থ সংস্কারক[1][2]। প্রতি হিজরী শতাব্দিতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনৈসলামিক রীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আবির্ভূত হন।

হাদীসে বলা হয়েছে,

"আল্লাহ তা'আলা এ উম্মাতের (কল্যাণের) জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে সংস্কার করবেন।"

মিশকাতুল মাসাবিহ ২৪৭[3], আবূ দাঊদ ৪২৯১ (সহীহ)[4]

মুজাদ্দিদগণের তালিকা

মুজাদ্দিদদের নাম পরিচয় কুরআন ও সহীহ হাদীসে পাওয়া যায় না। সাধারণত নিম্নোক্ত ব্যক্তিদেরকে অনেকে মুজাদ্দিদ মনে করেন।

তথ্যসূত্র

  1. Faruqi, Burhan Ahmad। The Mujaddid's Conception of Tawhid (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা । সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪
  2. Meri, Josef W. (সম্পাদক)। Medieval Islamic Civilization: An Encyclopedia (ইংরেজি ভাষায়)। Psychology Press। পৃষ্ঠা ৬৭৮।
  3. মিশকাতুল মাসাবিহ ২৪৭, iHadis.com
  4. সুনানে আবু দাউদ ৪২৯১, iHadis.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.