আল্লামা

আল্লামা (আরবি, উর্দুফার্সি: علامه) হল ইসলামী চিন্তা, আইন ও দর্শনের ক্ষেত্রে উচু পর্যায়ের পন্ডিতদের নামের সাথে ব্যবহৃত সম্মানজনক উপাধি[1]সুন্নিশিয়া উভয় পক্ষে এই উপাধি ব্যবহার হয়। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা স্যার মুহাম্মদ ইকবালকে আল্লামা ইকবাল বলে সম্বোধন করা হয়। আল্লামা উপাধিধারী অন্যান্য ধর্মবেত্তাদের উপরে অবস্থান করেন, যেমন আয়াতুল্লাহ ও হুজ্জাতুল ইসলাম (শিয়া উদাহরণ)।

উল্লেখযোগ্য আল্লামা

আল্লামা ইকবাল।

যেকোন প্রজন্মে স্বল্প সংখ্যক আল্লামা পাওয়া যায়। খ্যাতনামা কয়েকজনের নাম নিচে উল্লেখ করা হল: আল্লামা ইকবাল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.