আল আজহারের গ্র্যান্ড ইমাম

আল আজহারের গ্র্যান্ড ইমাম (Arabic: الإمام الأكبر) বা আল আজহারের গ্র্যান্ড মুফতি (Arabic: شيخ الأزهر الشريف) হলো সুন্নি মুসলিমদের মধ্যে একটি মর্যাদাপূর্ণ পদবী এবং মিশর ও কেতেরমেয়ার একটি বিশিষ্ট সরকারি পদবী। বর্তমানে আহমেদ আল-তায়েব এই পদে রয়েছেন।[1] অনেক মুসলিম তাকে সুন্নি ইসলামি চিন্তাধারা এবং ইসলামি আইনশাস্ত্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করেন[2] এবং বিশ্বব্যাপী আশ'আরি ও মাতুরিদি ঐতিহ্যের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। গ্র্যান্ড ইমাম আল-আজহার মসজিদআল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান তদারককারী। এছাড়াও তিনি মিশরের গ্র্যান্ড মুফতির সাথে মিলিত ভাবে সরকারি ধর্মীয় বিষয়াবলীতে দায়িত্বপ্রাপ্ত।

পদবীর ইতিহাস

পদবীপ্রাপ্ত ব্যক্তিগণ

তথ্যসূত্র

  1. Beattie 2000, পৃ. 225
  2. Bennett 2005, পৃ. 220

গ্রন্থপঞ্জী

  • Dodge, Bayard (১৯৬১), Al-Azhar: A Millennium of Muslim learning, Middle East Institute
  • Beattie, Kirk J. (২০০০), Egypt during the Sadat years, Palgrave Macmillan, আইএসবিএন 978-0-312-23246-7
  • Bennett, Clinton (২০০৫), Muslims and modernity: an introduction to the issues and debates, Continuum International Publishing Group, আইএসবিএন 978-0-8264-5481-2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.