টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা

ক্রিকেট খেলায় যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তা হ্যাট্রিক নামে পরিচিত পায়। টেস্ট ক্রিকেট খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয়, কিন্তু বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। ২২ অক্টোবর, ২০১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত ২,৩৬৫টি টেস্ট ক্রিকেটে মাত্র ৪৪বার হ্যাট্রিকের ঘটনা ঘটেছে।[1] দশটি টেস্টখেলুড়ে দেশের কমপক্ষে একজন বোলার টেস্ট হ্যাট্রিক লাভের মর্যাদা লাভ করেছেন।[2]

প্রথম টেস্ট হ্যাট্রিকটি করেছেন - অস্ট্রেলীয় পেস বোলার ফ্রেড স্পফোর্থ। তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে অনুষ্ঠিত ৩য় টেস্টে ইংল্যান্ড দলের বিপক্ষে এ কীর্তিগাঁথাটি সৃষ্টি করেছিলেন। সাম্প্রতিককালের সর্বশেষ হ্যাট্রিকের ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার খেলায়। ৩১ আগস্ট, ২০১৯ তারিখে ভারতীয় ফাস্ট-মিডিয়াম বোলার জসপ্রীত বুমরাহ এ কৃতিত্বের অধিকারী হন।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড ২০১১ সালে নটিংহামে ভারতীয় দলের বিপক্ষে তার ১ম হ্যাট্রিক করার পর প্রথম ইংরেজ বোলাররূপে ২য় হ্যাট্রিক করেন। এরফলে তিনি ২য় হ্যাট্রিক লাভকারী চার বোলারের একজন হিসেবে পরিগণিত হলেন।[3]

তিনজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট অভিষেকেই হ্যাট্রিক করার বিরল কৃতিত্ব স্থাপন করেন। ১৯৩০ সালে ইংল্যান্ডের মরিস অলম, ১৯৭৬ সালে পিটার পেথেরিক এবং ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার ড্যামিয়েন ফ্লেমিং অভিষেক টেস্টে হ্যাট্রিক করেছিলেন।[2] জিওফ গ্রিফিন হ্যাট্রিক করলেও পুরো টেস্ট জীবনে মাত্র আট উইকেট লাভ করেছিলেন।[2] হ্যাট্রিক লাভের পর গ্রিফিন পুণঃপুণঃ থ্রোয়িং করলে আম্পায়ার তাকে বল নিষিদ্ধ ঘোষণা করেন। এরফলে টেস্টে তিনি আর কখনও বোলিং করেননি গ্রিফিন।[4] একমাত্র বোলাররূপে পিটার সিডল নিজের জন্মদিনে হ্যাট্রিক করেছিলেন।[5]

বাংলাদেশের অল-রাউন্ডার সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর, ২০১৩ তারিখে এ বিরল কৃতিত্বের অন্যতম অংশীদার হন। বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে অলোক কাপালি’র পর বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক লাভ করেন তিনি। এছাড়াও, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম টেস্ট সোহাগ গাজী হ্যাট্রিকসহ ৬ উইকেটসেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন।[6] তিনি ধারাবাহিকভাবে কোরে অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং এবং ডগ ব্রেসওয়েলকে আউট করে এ বিরল নজির স্থাপন করেন।

বোলার কর্তৃক একই টেস্ট ম্যাচের দুই ইনিংসে দুইটি হ্যাট্রিক লাভের ঘটনা ঘটেছে মাত্র একবার। অস্ট্রেলীয় লেগ স্পিনার জিমি ম্যাথুজ ২৮ মে, ১৯১২ তারিখে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ অসম্ভব কীর্তিগাঁথা রচনা করেছিলেন। উভয় হ্যাট্রিকই পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার টমি ওয়ার্ডকে আউট করার মাধ্যমে।

অস্ট্রেলীয় বোলার মার্ভ হিউজ হচ্ছেন একমাত্র বোলার যিনি একটি হ্যাট্রিক সম্পন্ন করতে তিন ওভারের ছোঁয়া লাগিয়েছেন। প্রথম উইকেট পান ওভারের শেষ বলে। পরবর্তী ওভারের প্রথম বলে ব্যাটসম্যানকে আউট করলে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সমাপ্তি ঘটে। এরপর ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যানকে আউট করে তার কাঙ্খিত হ্যাট্রিক পূর্ণ করেন।

১৯৭০ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব একাদশের পক্ষ হয়ে পাঁচ খেলার সিরিজে অংশগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকান এডি বার্লো। তন্মধ্যে, হেডিংলিতে অনুষ্ঠিত চতুর্থ খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি তৎকালীন ১৭তম হ্যাট্রিক করেন। পাঁচ বলে প্রথম তিন উইকেটসহ চারজন ব্যাটসম্যানকে আউট করেন।[7] শুরুতে এ সিরিজের খেলাগুলোকে টেস্ট ম্যাচ হিসেবে গণ্য করা হলেও পরবর্তীকালে এ মর্যাদা প্রত্যাহার করা হয়েছিল।[8]

টেস্ট হ্যাট্রিকসমূহ

টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা
নং বোলার পক্ষ প্রতিপক্ষ ইনিংস টেস্ট আউট স্থান তারিখ তথ্যসূত্র
ফ্রেড স্পফোর্থ  অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১/১ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন২ জানুয়ারি, ১৮৭৯[9]
বিলি বেটস  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২/৩ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন২০ জানুয়ারি, ১৮৮৩[10]
জনি ব্রিগস  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২/৩ সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি২ ফেব্রুয়ারি, ১৮৯২[11]
জর্জ লোহম্যান  ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ১/৩ সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৬[12]
জ্যাক হার্ন  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩/৫ হেডিংলি, লিডস৩০ জুন, ১৮৯৯[13]
হিউ ট্রাম্বল  অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২/৫ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন৪ জানুয়ারি, ১৯০২[14]
হিউ ট্রাম্বল  অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৫/৫ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন৮ মার্চ, ১৯০৪[15]
জিমি ম্যাথুজ  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ১/৩ ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার২৮ মে, ১৯১২[16]
জিমি ম্যাথুজ  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ১/৩ ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার২৮ মে, ১৯১২[16]
১০ মরিস অলম  ইংল্যান্ড নিউজিল্যান্ড ১/৪ ল্যাঙ্কাস্টার পার্ক, ক্রাইস্টচার্চ১০ জানুয়ারি, ১৯৩০[17]
১১ টম গডার্ড  ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ১/৫ ওল্ড ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ২৬ ডিসেম্বর, ১৯৩৮[18]
১২ পিটার লোডার  ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ৪/৫ হেডিংলি, লিডস২৫ জুলাই, ১৯৫৭[19]
১৩ লিন্ডসে ক্লাইন  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ২/৫ নিউল্যান্ডস, কেপ টাউন৩ জানুয়ারি, ১৯৫৮[20]
১৪ ওয়েস হল  ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ৩/৩ বাগ-ই-জিন্নাহ, লাহোর২৯ মার্চ, ১৯৫৯[21]
১৫ জিওফ গ্রিফিন  দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ২/৫ লর্ড’স, লন্ডন২৪ জুন, ১৯৬০[22]
১৬ ল্যান্স গিবস  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ৪/৫ অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড৩০ জানুয়ারি, ১৯৬১[23]
১৭ পিটার পেথেরিক  নিউজিল্যান্ড পাকিস্তান ১/৩ গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর৯ অক্টোবর, ১৯৭৬[24]
১৮ কোর্টনি ওয়ালশ  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ১ ও ২১/৫ ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন১৮-২০ নভেম্বর, ১৯৮৮[25]
১৯ মার্ভ হিউজ  অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ১ ও ২২/৫ ওয়াকা, পার্থ৩-৪ ডিসেম্বর, ১৯৮৮[26]
২০ ড্যামিয়েন ফ্লেমিং  অস্ট্রেলিয়া পাকিস্তান ২/৩ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি৯ অক্টোবর, ১৯৯৪[27]
২১ শেন ওয়ার্ন  অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২/৫ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন২৯ ডিসেম্বর, ১৯৯৪[28]
২২ ডমিনিক কর্ক  ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ৪/৬ ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার৩০ জুলাই, ১৯৯৫[29]
২৩ ড্যারেন গফ  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৫/৫ সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি২ জানুয়ারি, ১৯৯৯[30]
২৪ ওয়াসিম আকরাম  পাকিস্তান শ্রীলঙ্কা ৩/৪ গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর৬ মার্চ, ১৯৯৯[31]
২৫ ওয়াসিম আকরাম  পাকিস্তান শ্রীলঙ্কা ৪/৪ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা১৪ মার্চ, ১৯৯৯[32]
২৬ নুয়ান জয়সা  শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ২/৩ হারারে স্পোর্টস ক্লাব, হারারে২৬ নভেম্বর, ১৯৯৯[33]
২৭ আব্দুল রাজ্জাক  পাকিস্তান শ্রীলঙ্কা ২/৩ গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে২১ জুন, ২০০০[34]
২৮ গ্লেন ম্যাকগ্রা  অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ২/৫ ওয়াকা, পার্থ১ ডিসেম্বর, ২০০০[35]
২৯ হরভজন সিং  ভারত অস্ট্রেলিয়া ২/৩ ইডেন গার্ডেন্স, কলকাতা১১ মার্চ, ২০০১[36]
৩০ মোহাম্মদ সামি  পাকিস্তান শ্রীলঙ্কা ৩/৩ গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর৮ মার্চ, ২০০২[37]
৩১ জার্মেইন লসন  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ১ ও ২৩/৪ কেনসিংটন ওভাল, ব্রিজটাউন২-৫ মে, ২০০৩[38]
৩২ অলোক কাপালি  বাংলাদেশ পাকিস্তান ২/৩ আরবাব নিয়াজ স্টেডিয়াম, পেশোয়ার২৯ আগস্ট, ২০০৩[39]
৩৩ অ্যান্ডি ব্লিগনট  জিম্বাবুয়ে বাংলাদেশ ১/২ হারারে স্পোর্টস ক্লাব, হারারে২২ ফেব্রুয়ারি, ২০০৪[40]
৩৪ ম্যাথু হগার্ড  ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ৩/৪ কেনসিংটন ওভাল, বার্বাডোস৩ এপ্রিল, ২০০৪[41]
৩৫ জেমস ফ্রাঙ্কলিন  নিউজিল্যান্ড বাংলাদেশ ১/২ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা২০ অক্টোবর, ২০০৪[42]
৩৬ ইরফান পাঠান  ভারত পাকিস্তান ৩/৩ জাতীয় স্টেডিয়াম, করাচি২৯ জানুয়ারি, ২০০৬[43]
৩৭ রায়ান সাইডবটম  ইংল্যান্ড নিউজিল্যান্ড১/৩ সেডন পার্ক, হ্যামিলটন৮ মার্চ, ২০০৮[44]
৩৮ পিটার সিডল  অস্ট্রেলিয়া ইংল্যান্ড১/৫ ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন২৫ নভেম্বর, ২০১০[45]
৩৯ স্টুয়ার্ট ব্রড  ইংল্যান্ড ভারত২/৪ ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যামশায়ার৩০ জুলাই, ২০১১[46]
৪০ সোহাগ গাজী  বাংলাদেশ নিউজিল্যান্ড১/২ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম১৩ অক্টোবর, ২০১৩[47]
৪১ স্টুয়ার্ট ব্রড  ইংল্যান্ড শ্রীলঙ্কা২/২ হেডিংলি, লিডস২০ জুন, ২০১৪[48]
৪২ রঙ্গনা হেরাথ  শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া২/৩ গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে৫ আগস্ট, ২০১৬[49]
৪৩ মঈন আলী  ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা৩/৪ দি ওভাল, লন্ডন৩১ জুলাই, ২০১৭[50]
৪৪ জসপ্রীত বুমরাহ  ভারত ওয়েস্ট ইন্ডিজ২/২ সাবিনা পার্ক, কিংস্টন৩১ আগস্ট, ২০১৯[51]

দলীয় পর্যায়ে

১৪ নভেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ডঅস্ট্রেলিয়ার বোলারগণ যৌথভাবে ৪৪টি টেস্ট ক্রিকেটের হ্যাট্রিকের মধ্যে ২৫টি হ্যাট্রিক লাভ করেন। শতাংশের হিসেবে তা দাঁড়ায় ৫৬.৮১%।[2]

দলীয় পর্যায়ে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা
দলের নাম হ্যাট্রিক সংখ্যা
 ইংল্যান্ড ১৪
 অস্ট্রেলিয়া ১১
 ওয়েস্ট ইন্ডিজ
 পাকিস্তান
 ভারত
 বাংলাদেশ
 শ্রীলঙ্কা
 নিউজিল্যান্ড
 দক্ষিণ আফ্রিকা
 জিম্বাবুয়ে

মাঠ অনুযায়ী

একাধিক টেস্ট হ্যাট্রিকে জড়িত মাঠ
মাঠহ্যাট্রিক
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
গাদ্দাফী স্টেডিয়াম, লাহোর
হেডিংলি, লিডস
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা
দি গাব্বা, ব্রিসবেন
গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত
সাবিনা পার্ক, কিংস্টন

কীর্তিগাঁথা

চিত্রমালা

তথ্যসূত্র

  1. McGhie, Tom (২০ জুলাই ২০১১)। "Landmark Test matches through the years as Lord's plays host to the 2,000th when England take on India"Daily Telegraph। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৩
  2. "Record / Test matches / Bowling record / Hat-tricks"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২
  3. "England v Sri Lanka, 2nd Invetsec Test, Headingley, 1st day, 20 June, 2014, Plunkett and Broad rattle through Sri Lanka"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪
  4. Williamson, Martin (১১ আগস্ট ২০১২)। "No-balled out of the game"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  5. McGlashan, Andrew (২৫ নভেম্বর ২০১০)। "Siddle hat-trick gives Australia control"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  6. "New Zealand tour of Bangladesh, 1st Test". ESPNcricinfo. Retrieved 13 October 2013.
  7. "England v Rest Of The World, 1970 – 4th match"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২
  8. "July 2000 – The best of the best?"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২
  9. "England tour of Australia, 1878/79 – Only Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  10. "England (IFW Bligh's XI) tour of Australia, 1882/83: The Ashes – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  11. "England (Lord Sheffield's XI) tour of Australia, 1891/92: The Ashes – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  12. "England tour of South Africa, 1895/96 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  13. "Australia tour of England, 1899: The Ashes – 3rd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  14. "England tour of Australia, 1901/02: The Ashes – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  15. "England (Marylebone Cricket Club) tour of Australia, 1903/04: The Ashes – 5th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  16. "Triangular Tournament, 1912: Australia v South Africa Test Series −1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  17. "England tour of New Zealand, 1929/30 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  18. "England tour of South Africa, 1938/39 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  19. "West Indies tour of England, 1957 – 4th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  20. "Australia tour of South Africa, 1957/58 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  21. "West Indies tour of Pakistan, 1958/59 – 3d Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  22. "South Africa tour of England, 1960 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  23. "West Indies tour of Australia, 1960/61 – 4th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  24. "New Zealand tour of Pakistan, 1976/77 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  25. "West Indies tour of Australia, 1988/89: The Frank Worrell Trophy – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  26. "West Indies tour of Australia, 1988/89: The Frank Worrell Trophy – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  27. "Australia tour of Pakistan, 1994/95 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  28. "England tour of Australia, 1994/95: The Ashes – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  29. "West Indies tour of England, 1995: The Wisden Trophy – 4th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  30. "England tour of Australia, 1998/99: The Ashes – 5th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  31. "Asian Championship Test, 1998/99 – 3rd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  32. "Asian Championship Test, 1998/99 – Final"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  33. "Sri Lanka tour of Zimbabwe, 1999/00 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  34. "Pakistan tour of Sri Lanka, 2000 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  35. "West Indies tour of Australia, 2000/01 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  36. "Australia tour of India, 2000/01 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  37. "Asian Championship Test, 2001/02 – Final"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  38. "Australia tour of West Indies, 2003: The Frank Worrell Trophy – 3rd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  39. "Bangladesh tour of Pakistan, 2003 – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  40. "Bangladesh tour of Zimbabwe, 2003/04 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  41. "England tour of West Indies, 2003/04: The Wisden Trophy – 3rd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  42. "New Zealand tour of Bangladesh, 2004/05 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  43. "India tour of Pakistan, 2005/06 – 3rd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  44. "England tour of New Zealand, 2007/08 – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  45. "England tour of Australia, 2010/11: The Ashes – 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  46. "India tour of England, 2011: Pataudi Trophy – 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  47. "New Zealand tour of Bangladesh, 1st Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  48. "Sri Lanka tour of England, 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  49. "Australia tour of Sri Lanka, 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬
  50. "3rd Test, South Africa tour of England at London, Jul 27-Jul 31"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭
  51. "India tour of West Indies, 2nd Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯
  52. "India in England – 2nd Test"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.