উত্তরের খেপ (চলচ্চিত্র)
উত্তরের খেপ ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।[1] বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত আলীর উপন্যাস উত্তরের খেপ অবলম্বনে ছায়াছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী।[2] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মান্না, আনোয়ারা, খলিল উল্লাহ খান, পীযুষ বন্দোপাধ্যায় প্রমুখ।[3]
উত্তরের খেপ | |
---|---|
পরিচালক | শাহজাহান চৌধুরী |
চিত্রনাট্যকার | শাহজাহান চৌধুরী |
কাহিনীকার | শওকত আলী |
শ্রেষ্ঠাংশে | চম্পা মান্না আনোয়ারা খলিল উল্লাহ খান |
সুরকার | শেখ সাদী খান |
মুক্তি | ২০০০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
শ্রেষ্ঠাংশে
সঙ্গীত
উত্তরের খেপ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। গীত রচনা করেছেন পরিচালক শাহজাহান চৌধুরী।
আরও দেখুন
তথ্যসূত্র
- "সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের ছায়াছবি"। বাংলানিউজ। ২১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "এটিএন বাংলায় সপ্তাহজুড়ে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "মুক্তিযুদ্ধ চলচ্চিত্র সপ্তাহ - ছায়াছবি: উত্তরের ক্ষেপ"। সাতদিন। ২৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "চম্পার আজকাল"। দৈনিক ইত্তেফাক। ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.