হেরাচামতি নদী
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চাতল নদী থেকে হেরাচামতি নদী উৎপন্ন হয়ে কিছুদূর প্রবাহিত হয়ে একই উপজেলার কামারখালী নদীতে পড়েছে। এই নদীতীরে গড়ে উঠেছে জগদল বাজার ও কলিয়ারকাপন বাজার। এ নদীতে জোয়ার-ভাটার প্রভাব নেই। নদীর দৈর্ঘ্য ১৫ কিমি, প্রস্থ ৪০ মিটার। অববাহিকার আয়তন ৩০ বর্গ কিমি এবং গভীরতা ৬.৫ মিটার। নদীটির প্রবাহ মৌসুমি প্রকৃতির। জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাস প্রবাহহীন থাকে। জুলাই-আগস্টে পানি প্রবাহ বেড়ে যায়, তখন এর পরিমাণ দাঁড়ায় ৪৫০ ঘনমিটার/সেকেন্ড।[1]
হেরাচামতি নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
নগর | দিরাই উপজেলা |
Landmark | জগদল ইউনিয়ন |
উৎস | চাতল নদী |
মোহনা | কামারখালী নদী |
দৈর্ঘ্য | ১৫ কিলোমিটার (৯ মাইল) |
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশের নদীঃ মোকাররম হোসেন; পৃষ্ঠা ১২৭; কথাপ্রকাশ; দ্বিতীয় সংস্করণঃ আগস্ট ২০১৪
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.