হরিণঘাটা নদী
হরিণঘাটা নদী বাংলাদেশের দক্ষিণে বাগেরহাট এবং বরগুনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। এটা গঙ্গা-পদ্মা নদী ব্যবস্থাপনার অন্যতম বৃহৎ উপকূলীয় নদী।[1]
বর্ণনা
নদীটি বলেশ্বর নদীর দক্ষিণে অবস্থিত। বলেশ্বর নদীর পানি বয়ে নিয়ে এটি বঙ্গোপসাগরে পতিত হয়। এটি বাগেরহাট জেলা এবং বরগুনা জেলার সীমানা আলাদা করেছে। নদীটি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা[2] এবং বরগুনার জেলার পাথরঘাটার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। [3]
তথ্যসূত্র
- Md Abdur Rob (২০১২)। "Ganges-Padma River System"। Sirajul Islam and Ahmed A. Jamal। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- Md. Moshfequr Rahman (২০১২)। "Sarankhola Upazila"। Sirajul Islam and Ahmed A. Jamal। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- Safiuddin Ahmed (২০১২)। "Patharghata Upazila"। Sirajul Islam and Ahmed A. Jamal। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.