জগদল ইউনিয়ন

জগদল ইউনিয়ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এর আয়তন ৫৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২৮,৯৩৯ জন।[1][2]

জগদল
ইউনিয়ন
৭নং জগদল ইউনিয়ন পরিষদ
জগদল
জগদল
বাংলাদেশে জগদল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৭′২৮.০০০″ উত্তর ৯১°২৫′৫৪.০০১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাদিরাই উপজেলা
আয়তন
  মোট৫৭ বর্গ কিলোমিটার কিমি ( বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৮,৯৩৯
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ২৯ ৩৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম জগদল গ্রামের অধীনে বর্তমান ৩৯টি গ্রাম নিয়ে জগদল ইউনিয়ন গঠিত হয়। ওই সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে "গ্রামসরকার" বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রামসরকারের পদকে "ইউপি চেয়ারম্যান" পদবী ঘোষণা করা হয়। তারপর পর্যায়ক্রমে দানিছ মিয়া, মো. আব্দুল হক গ্রাম সরকারের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ডের সদস্য মো. আব্দুল হক প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে মাহতাবুর রহমান, আ. রাজ্জাক (৩য় বার নির্বাচিত), মোখলেচুর রহমান, লাল মিয়া, কবির মিয়া, আবু ইয়াহিয়া, খায়রুজ্জামান ও বর্তমানে জনাব আব্দুছ ছালাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জগদল ইউনিয়নের নাম নিয়ে জনশ্রুতি রয়েছে যে, "জগদ্দল" নামক অত্যান্ত দামী পাথরের নামানুসারে এর নামকরণ করা হয় জগদল।

ভাষা ও সংস্কৃতি

হাওরবেষ্টিত ভাটি অঞ্চলের চিরায়ত বৈশিষ্ট্য এখানে বিদ্যমান। এই জনপদের অধিকাংশ মানুষ সুদীর্ঘ কাল ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। তাই এদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতি কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার মানুষের উচ্চারিত ভাষায় সিলেটের আঞ্চলিক ভাষার প্রভাব বেশি। শিক্ষিত সমাজ সাধারণত চলিতরীতিতে কথা বলে। বিভিন্ন ধরনের গানের আয়োজন বিভিন্ন উপলক্ষ্যে হয়ে থাকে। এলাকায়, পাড়ায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক নাটকের আয়োজন করা হয়ে থাকে। পুরাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় পালিত হয়ে থাকে। অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাডুডু, পাড়ায় পাড়ায় দাড়িয়াবান্ধা, গোল্লা ছোট ইত্যাদি। আধুনিক সংস্করণের মধ্যে ক্রিকেট ও ফুটবল অন্যতম। যেসব সংস্কৃতি বিষয়ক সংস্থা জগদলে কাজ করছে সেগুলো হলো:

  • শফিকুন নূর বাউল শিল্পীগোষ্ঠী
  • সৃজনী নাট্য সংঘটন
  • জগদল ফুটবল ও ক্রিকেট দল

দর্শনীয় স্থানসমূহ

জগদলের দর্শনীয় স্থানসমূহ হল জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জগদল বাজার, জগদল ঈদগাহ, জগদল ইউনিয়ন কমপ্লেক্স, জগদল বড় মসজিদ, পামপাম, চাপতি হাওর ইত্যাদি।

ভৌগলিক ও অর্থনৈতিক উপাত্ত

হাট-বাজার

জগদল ইউনিয়নের উল্লেখযোগ্য বাজারগুলো হল জগদল বাজার, শাহজালাল বাজার, কলিয়ারকাপন বাজার, রতনগঞ্জ বাজার, ছয়হারা নগদিপুর বাজার ও বড় নগদিপুর বসুন্ধরা বাজার।

নদ-নদী ও হাওর

জগদল ইউনিয়নের পশ্চিমে চাপতি হাওর ও এর মধ্য দিয়ে বয়ে গেছে হেরাচামতি নদী এবং পূর্বদিকে বয়ে গেছে নলুয়ার হাওর।

প্রশাসনিক অবকাঠামো

আরও দেখুন

  1. "জগদল ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮
  2. "আদর্শ গ্রাম জগদল"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.