প্রাণসায়র নদী
প্রাণসায়র নদী বা প্রাণসায়র খাল বাংলাদেশের সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক খাল। খননকালে খালটি ১৩ কিলোমিটার দীর্ঘ এবং ২০০ ফুট প্রশস্ত ছিলো।[1] নদীটি এল্লার চর নামক স্থানে মরিচ্চাপ নদী থেকে খনন করে সাতক্ষীরা পৌরসভার ওপর দিয়ে উত্তর দিকে নৌখালি খালের সাথে স্নযুক্ত।[2]
প্রাণসায়র নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | খুলনা বিভাগ, |
জেলা | সাতক্ষীরা জেলা, |
উৎস | মরিচ্চাপ নদী |
মোহনা | নৌখালি খাল |
দৈর্ঘ্য | ১৩ কিলোমিটার (৮ মাইল) |
ইতিহাস এবং অবস্থান
১৮৬৫ সালে ব্রিটিশ আমলে সাতক্ষীরার বিখ্যাত জমিদার প্রাণনাথ রায়চৌধুরী[3] এল্লারচর নামক স্থানে একটি খাল খনন করেন যা সাতক্ষীরা সদরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালটি মরিচ্চাপ নদী এবং নৌখারি খালকে সংযুক্ত করেছে।
তথ্যসূত্র
- http://www.dhakatimes24.com/2015/02/14/53992/অস্তিত্ব-সঙ্কটে-সাতক্ষীরার-প্রাণসায়র-খাল
- ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৫৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- http://www.satkhira.gov.bd/node/867443নদ-নদী-সমূহ%5B%5D
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.