পুরনো ধলেশ্বরী নদী
পুরনো ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের সিরাজগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, গড় প্রস্থ ৭৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পুরনো ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৩৬।[1]
পুরনো ধলেশ্বরী নদী | |
ধলেশ্বরী নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | ঢাকা বিভাগ |
জেলাসমূহ | সিরাজগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ জেলা |
উৎস | যমুনা নদী |
মোহনা | কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ) |
দৈর্ঘ্য | ৬৩ কিলোমিটার (৩৯ মাইল) |
আরও দেখুন
তথ্যসূত্র
- মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৬০-২৬১। আইএসবিএন 984-70120-0436-4।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.