ঘাঘট নদী

ঘাঘট নদী বা ঘাঘট নদ বাংলাদেশের উত্তর অংশে প্রবাহিত একটি নদী। এটি বাংলাদেশের রংপুর বিভাগরাজশাহী বিভাগের নদী। নদীটির দৈর্ঘ্য ২৩৬ কিলোমিটার। এর পানিপ্রবাহমাত্রা অবস্থাভেদে ৫০ থেকে ২৫০০ কিউসেক।[1]

ঘাঘট নদী (ঘাঘট নদ)
River
রংপুর শহরের কাছে ঘাঘট নদী নদীতে সূর্যাস্ত।
রংপুর শহরের কাছে ঘাঘট নদী নদীতে সূর্যাস্ত।
দেশ বাংলাদেশ
অঞ্চলসমূহ উত্তরবঙ্গ, উত্তরাঞ্চলের নদী
জেলাসমূহ নীলফামারী, গাইবান্ধা
উৎস তিস্তা নদী
মোহনা ব্রহ্মপুত্র
দৈর্ঘ্য ২৩৬ কিলোমিটার (১৪৭ মাইল)

ব্যুৎপত্তি

ঘাঘট নদী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিস্তা নদী থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর থেকে দক্ষিণ-পূর্ব দিকে নদীটি সর্পিল গতিতে গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফুলছড়ি ঘাট থেকে কয়েক কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে।[1]

পরিবেশ বিপর্যয়

ঘাঘট নদ থেকে স্থানীয়ভাবে রংপুর অঞ্চলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে মাটি কাটা হয় এবং বালু তোলা হয়। মাটি-বালু কাটার কারণে বর্ষার পানি ঘোরপাক খায়, নদএর পাড় ভেঙ্গে যায়, এলাকার কৃষকের জমি নদে মিশে যায়।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ১৯২-১৯৩।
  2. "ঘাঘট নদের দুঃখগাথা চলছেই"http://www.prothomalo.com/। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩০, ২০১৬ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.