বাংলাদেশের বড় নদীসমূহ

নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়। বৃহৎ নদী হিসেবে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি। নিম্নে বৃহৎ নদীগুলোর একটি সারণি দেয়া হলও।

নদীর নামদৈর্ঘ্য (কি.মি.)প্রবাহিত এলাকা ও দৈর্ঘ্য
আড়িয়াল খাঁ১৬০ কি.মি.ফরিদপুর (১০২) বরিশাল (৫৮)
বংশী নদী২৩৮ কি.মি.ময়মনসিংহ (১৯৮) ঢাকা (৪০)
বেতনা-খোলপটুয়া১৯১ কি.মি.যশোর (১০৩) খুলনা (৮৮)
ভদ্রা নদী১৯৩ কি.মিযশোর (৫৮) খুলনা (১৩৫)
ভৈরব নদী২৫০ কি.মিযশোর, খুলনা
কংস (নদী)২২৫ কি.মিময়মনসিংহ (২২৫)
ব্রহ্মপুত্র-যমুনা (যমুনা ২০৭)২৭৬ কি.মিরংপুর (১৪০) পাবনা (১৩৬)
বুড়িগঙ্গা০২৭ কি.মিঢাকা (২৭)
চিত্রা১৭০ কি.মিকুষ্টিয়া (১৯) যশোর (১৫১)
ডাকাতিয়া নদী২০৭ কি.মিকুমিল্লা (১৮০) নোয়াখালী(২৭)
ধলেশ্বরী নদী১৬০ কি.মিময়মনসিংহ, ঢাকা
ধনু-বাউলাই-ঘোড়াউত্রা১৩৫ কি.মিময়মনসিংহ (১২৬) সিলেট (১০৯)
যমুনেশ্বরী-করতোয়া৪৫০ কি.মিরংপুর (১৯৩), বগুড়া (১৫৭), পাবনা (১০০)
গঙ্গা-পদ্মা (গঙ্গা ১৫৮, পদ্মা ১২০)৩৭৮ কি.মিরাজশাহী (১৪৫), পাবনা (৯৮), ঢাকা ও ফরিদপুর (১৩৫)
গড়াই-মধুমতি-বলেশ্বর৩৭১ কি.মিকুষ্টিয়া (৩৭), ফরিদপুর (৭১), যশোর (৯২), খুলনা (১০৪), বরিশাল (৬৭)
ঘাঘট নদী২৩৬ কি.মিরংপুর (২৩৬)
করতোয়া নদী-আত্রাই-গুড় নদী-গুমানি নদী-হুরাসাগর নদী৫৯৭ কি.মিদিনাজপুর (২৫৯), রাজশাহী (২৫৮), পাবনা (৮০)
কর্ণফুলী নদী১৮০ কি.মিপার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম
কপোতাক্ষ নদ২৬০ কি.মিযশোর (৮০) খুলনা (১৮০)
কুমার নদী১৬২ কি.মিযশোর, ফরিদপুর
কুশিয়ারা নদী২২৮ কি.মিসিলেট (২২৮)
ফেনী-ডাকাতিয়া১৯৫ কি.মিনোয়াখালী (৯৫) কুমিল্লা (১০০)
কীর্তনখোলা নদী১৬০ কি.মিবরিশাল জেলা
মাতামুহুরি২৮৭ কি.মিপার্বত্য চট্টগ্রামচট্টগ্রাম
মাথাভাঙা১৫৬ কি.মিরাজশাহী (১৬), কুষ্টিয়া (১৪০)
নবগঙ্গা২৩০ কি.মিকুষ্টিয়া (২৬) যশোর (২০৪)
পুরাতন ব্রহ্মপুত্র২৭৬ কি.মিময়মনসিংহ (২৭৬)
পুনর্ভবা১৬০ কি.মিদিনাজপুর (৮০) রাজশাহী (৮০)
রূপসা-পশুর১৪১ কি.মিখুলনা (১৪১)
সাঙ্গু১৭৩ কি.মিচট্টগ্রাম (৮০), পার্বত্য চট্টগ্রাম (৯৩)
সুরমা নদী-মেঘনা নদী৬৭০ কি.মিসিলেট (২৯০), কুমিল্লা (২৩৫), বরিশাল (১৪৫)
তিস্তা নদী১১৫ কি.মিরংপুর (১১৫)
হালদা নদী০৮১ কি.মিচট্টগ্রাম (৮১)

আরো দেখুন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.