সখী তুমি কার

সখী তুমি কার আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ১৯৮০ সালের বাংলাদেশী রোমান্টিক-নাট্য চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। ত্রিভুজ প্রেমের এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানাফারুক[2]

সখী তুমি কার
পরিচালকআব্দুল্লাহ আল মামুন
রচয়িতাআব্দুল্লাহ আল মামুন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
মুক্তি১৯৮০ (1980)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

শাবানা এই চলচ্চিত্রের অভিনয়ের জন্য ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।[3]

কাহিনী সংক্ষেপ

ফারুক ও শাবানা দুইজন বিশ্ববিদ্যালয়ে একই সাথে পড়াশুনা করে। তারা দুজন দুজনকে ভালোবাসে। মেধাবী ফারুক বৃত্তি পেয়ে দেশের বাইরে চলে যায় উচ্চতর পড়াশুনার জন্য। মধ্যবিত্ত ঘরের মেয়ে শাবানা পরিবার চালানোর জন্য চাকরি নেয় রাজ্জাকের অফিসে। রাজ্জাক ধনী ও অবিবাহিত পুরুষ। অফিসে কয়েকটি ঘটনার পর তাদের নিয়ে কানাঘুষা শুরু হলে রাজ্জাক শাবানার মান বাঁচাতে তাকে বিয়ে করে। ইতিমধ্যে ফারুক বিদেশ থেকে ফিরে দেখে শাবানা এখন তার বড় ভাইয়ের স্ত্রী। শুরু হয় তার বিয়োগান্তক জীবন।

কুশীলব

সঙ্গীত

সখী তুমি কার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। তিনি এর আগে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সারেং বৌ চলচ্চিত্রেরও সঙ্গীত পরিচালনা করেন। গীত রচনা করেছেন মুকুল চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল জব্বাররুনা লায়লা

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."তুমি আছো সবই আছে"মুকুল চৌধুরীআব্দুল জব্বার 
২."কত দূর আর কত দূরে"মুকুল চৌধুরীরুনা লায়লা 

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "স্মরণে আব্দুল্লাহ-আল মামুন"দৈনিক মানবজমিন। ২১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭
  2. মারিয়া, শান্তা (২০১৫-০২-১১)। "হারানো দিনের প্রেমের ছবি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭
  3. এলাহী, ফজলে (অক্টোবর ০২, ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"বণিকবার্তা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. মারিয়া, শান্তা (২০১৬-০৮-১৮)। "বাংলার দামাল ছেলে ফারুক"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.