লালমোহন
লালমোহন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত লালমোহন উপজেলার প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি লালমোহন উপজেলার সদর দফতর। এটি জনসংখ্যার বিচারে ভোলা জেলার তৃতীয় বৃহত্তম শহর।
লালমোহন পূর্বনাম: মেহেরগঞ্জ | |
---|---|
পৌরশহর ও উপজেলা সদর | |
![]() ![]() লালমোহন | |
স্থানাঙ্ক: ২২.৩৪১৩৩৯° উত্তর ৯০.৭৩১৯৫৫° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ভোলা জেলা |
উপজেলা | লালমোহন উপজেলা |
উপজেলা সদর | ১৫ই এপ্রিল ১৯৮৩ |
পৌরশহর | ১৯৯০ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | লালমোহন পৌরসভা |
• পৌরমেয়র | এমদাদুল ইসলাম তুহিন [1] |
আয়তন | |
• মোট | ২১.৬৬ কিমি২ (৮.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,০৬৬ |
• জনঘনত্ব | ১৭০০/কিমি২ (৪৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
ভৌগোলিক উপাত্ত
লালমোহন শহরের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৩৪১৩৩৯° উত্তর ৯০.৭৩১৯৫৫° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ২ মিটার। শহরটি ভোলা জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
ইতিহাস
৭ জানুয়ারী ১৯১৯ সালে লালমোহন থানার কার্যক্রম শুরু হয়। ১৫ এপ্রিল ১৯৮৩ সালে লালমোহন উপজেলা গঠিত হলে লালমোহন শহরকে উপজেলা সদর করা হয়। ১৯৯৮ সালে লালমোহন পৌরসভা গঠিত হলে লালমোহন পৌরশহরের মর্যাদা লাভ করে।[2]
প্রশাসন
লালমোহন শহরটি লালমোহন পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত। ২১.৬৬ বর্গ কি.মি. আয়তনের লালমোহন শহরের ৮.২৯ বর্গ কি.মি. লালমোহন পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[3]
জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী লালমোহন শহরের মোট জনসংখ্যা ৩৬,০৬৬ জন যার মধ্যে ১৭,৯০৫ জন পুরুষ এবং ১৮,১৬১ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৯:১০০৷ [4]
শিক্ষা
এই শহরের স্বাক্ষরতার হার শতকরা ৫৩.৪ ভাগ।শহরে সরকারী কলেজ ১টি, বেসরকারী কলেজ ২টি, কামিল মাদ্রাসা ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, দাখিল মাদ্রাসা ১টি, কেজি স্কুল ৩টি রয়েছে।
খেলাধুলা
লালমোহন স্টেডিয়াম শহরের মধ্যস্থলে অবস্থিত। প্রতি বছর এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[5]
দর্শনীয় স্থান
শহরের দুটি জনপ্রিয় পর্যটন স্থান হলো:
- আক্কেলপুর তুলশি গঙ্গা নদী ও ব্রিজ
- শহীদ ছমির উদ্দিন শৃতি পার্ক
তথ্যসূত্র
- "লালমোহন পৌরসভার মেয়র"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- "লালমোহন শহর সম্পর্কে"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
- "পৌরসভা"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
- "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (PDF) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
- "খেলাধুলা ও বিনোদন"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।
- "পর্যটন"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭।